মাধ্যমিক ভূগোল [ আয়ন ও পশ্চিমা বায়ুর পার্থক্য ] |
প্রশ্নঃ আয়ন বায়ু কাকে বলে?
উওরঃ- কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে, আয়ন বায়ু বলে। আয়ন শব্দের অর্থ হলো পথ। প্রাচীনকালের সমুদ্রপথে পালতোলা জাহাজের নাবিকেরা এই বায়ু পথে বাণিজ্য করতো বলে এই বায়ুর অপর নাম হয় বাণিজ্য বায়ু।
প্রশ্নঃ পশ্চিমা বায়ু কাকে বলে?
উত্তরঃ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয়,তাকে পশ্চিমা বায়ু বলে।
ভিত্তি | আয়ন বায়ু | পশ্চিমা বায়ু |
---|---|---|
বিষয় | আয়ন বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু। | পশ্চিমা বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু। |
বায়ুর গতিবেগ | উত্তর অপেক্ষা দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি হলেও পার্থক্য বেশ কম। | উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে এই বায়ুর বেগ খুবই বেশি। |
প্রভাব | ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পূর্বে প্রবল বৃষ্টি এবং পশ্চিম অংশ বৃষ্টিহীন থাকে। তাই পশ্চিমে.মরুভূমি গঠিত হয়েছে। | নাতিশীতোষ মণ্ডলে মহাদেশের পশ্চিমে বৃষ্টি ও তুষারপাত ঘটে এবং পূর্বে কম বৃষ্টি হয়। তাই পূর্বে নাতিশীতোয় তৃণভূমির সৃষ্টি হয়েছে। |