মাধ্যমিক জীবনবিজ্ঞান [ ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমেটিনের মধ্যে পার্থক্য ] || Class 10 Life Science Notes 2023

0
ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমেটিনের মধ্যে পার্থক্য



ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমেটিনের মধ্যে পার্থক্য 


 
বিষয় ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন
রঞ্জন ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায়।হালকাভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত থাকে। হেটারোক্রোমাটিন ইনটারফেজ দশায় গাঢ়ভাবে এবং বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত থাকে।
কুন্ডলী ইন্টারফেজ দশায় ক্রোমাটিন প্রসারিত কিন্তু দশায় বিভাজন অধিকতর কুণ্ডলীকৃত হয়। ইন্টারফেজ দশায় ক্রোমাটিন অধিক কুণ্ডলীকৃত হয়। কিন্তু বিভাজনদশায় কম কুণ্ডলীকৃত হয়।
পরিমাণ ক্রোমোজোমে প্রায় 70-90% থাকে। ক্রোমোজোমে প্রায় 10-30% থাকে।
সক্রিয়তা এরা সক্রিয় জিন বহন করে এবং RNA উৎপাদন করে। এরা সক্রিয় জিন বহন করে না। এরা ক্রোমোজোমের অখণ্ডতা বজায় রাখে।

Tags : মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর 2023 | Madhyamik Life Science Notes 2023 | জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Life Science Notes

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top