বিষয় | ইউক্রোমাটিন | হেটারোক্রোমাটিন |
---|---|---|
রঞ্জন | ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায়।হালকাভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত থাকে। | হেটারোক্রোমাটিন ইনটারফেজ দশায় গাঢ়ভাবে এবং বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত থাকে। |
কুন্ডলী | ইন্টারফেজ দশায় ক্রোমাটিন প্রসারিত কিন্তু দশায় বিভাজন অধিকতর কুণ্ডলীকৃত হয়। | ইন্টারফেজ দশায় ক্রোমাটিন অধিক কুণ্ডলীকৃত হয়। কিন্তু বিভাজনদশায় কম কুণ্ডলীকৃত হয়। |
পরিমাণ | ক্রোমোজোমে প্রায় 70-90% থাকে। | ক্রোমোজোমে প্রায় 10-30% থাকে। |
সক্রিয়তা | এরা সক্রিয় জিন বহন করে এবং RNA উৎপাদন করে। | এরা সক্রিয় জিন বহন করে না। এরা ক্রোমোজোমের অখণ্ডতা বজায় রাখে। |
Tags : মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর 2023 | Madhyamik Life Science Notes 2023 | জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Life Science Notes