সাইটোকাইনিন হরমোনের উৎস,সংকেত এবং ভূমিকা || মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট || Class 10 Life Science Notes

0

 


সাইটোকাইনিন- সংকেত,উৎস, কাজ || মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট
মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট


আজকের বিষয় : 

• সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক উপাদান
• সাইটোকাইনিন হরমোনের সংকেত
• সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম
• সাইটোকাইনিন হরমোনের ভূমিকা বা কাজ

সাইটোকাইনিন হরমোনের উৎস,সংকেত এবং ভূমিকা


Topic Data
হরমোনের নাম সাইটোকাইনিন
সংকেত C10H9N5O
রাসায়নিক নাম 6FAP বা 6 ফুরফুরাইল অ্যামিনােপিউরিন
উৎস সাইটোকাইনের উদ্ভিদের ফল এবং সস্যের মধ্যে পাওয়া যায়।
রাসায়নিক উপাদান C,H,N ও O

সাইটোকাইনিন হরমোনের কাজ বা ভূমিকা

 
বিষয় সাইটোকাইনিন ভূমিকা
কোশ বিভাজন ঘটানো সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গুটম্যান (Guttman, 1956)-এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোশ বিভাজন ঘটে।
পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখাপ্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে।
পত্রমোচন বিলম্বিত করা। সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেকদিন চির সবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top