মাধ্যমিক জীবনবিজ্ঞান নোট |
আজকের বিষয় :
• সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক উপাদান
• সাইটোকাইনিন হরমোনের সংকেত
• সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম
• সাইটোকাইনিন হরমোনের ভূমিকা বা কাজ
• সাইটোকাইনিন হরমোনের সংকেত
• সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম
• সাইটোকাইনিন হরমোনের ভূমিকা বা কাজ
সাইটোকাইনিন হরমোনের উৎস,সংকেত এবং ভূমিকা
Topic | Data |
---|---|
হরমোনের নাম | সাইটোকাইনিন |
সংকেত | C10H9N5O |
রাসায়নিক নাম | 6FAP বা 6 ফুরফুরাইল অ্যামিনােপিউরিন |
উৎস | সাইটোকাইনের উদ্ভিদের ফল এবং সস্যের মধ্যে পাওয়া যায়। |
রাসায়নিক উপাদান | C,H,N ও O |
সাইটোকাইনিন হরমোনের কাজ বা ভূমিকা
চাইলে নিচের গুলো পড়ে দেখো👇
বিষয় | সাইটোকাইনিন ভূমিকা |
---|---|
কোশ বিভাজন ঘটানো | সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গুটম্যান (Guttman, 1956)-এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোশ বিভাজন ঘটে। |
পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো। | সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখাপ্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে। |
পত্রমোচন বিলম্বিত করা। | সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেকদিন চির সবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়। |