একাদশ শ্রেণির ইতিহাস || বিভিন্ন প্রাচীন সভ্যতার লিপির তালিকা || Class 11 History Question Answer

0

 

একাদশ শ্রেণির ইতিহাস || বিভিন্ন প্রাচীন সভ্যতার লিপির তালিকা || Class 11 History Question Answer
বিভিন্ন প্রাচীন সভ্যতার লিপির তালিকা


লিপির সূচনাঃ প্রাচীনকালে মানুষ যখন যাযাব্র অথবা সমাজবদ্ধ জীব হিসেবে বসবাস করতো,তখন তারা বিভিন্ন পাথর,গুহা ইত্যাদির গায়ে বিভিন্ন রকম নকশা সাহায্যে বিভিন্ন আঁকি-বুকি করে নিজেদের মনের ভাব প্রকাশ করতো। দীর্ঘ বিবর্তনের মাধ্যমে সেই সমস্ত আঁকি-বুকি বা নকশাই লিপির রূপ নিয়েছিল। বিভিন্ন দেশে বিভিন্ন লিপির আবিষ্কার হয়েছিল। যেমন—শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি, তাম্রলিপি প্রভৃতি। লিপি উৎকীর্ণ বিদ্যাকে ‘এপিগ্রাফি’ (Epigraphy) এবং লিপির বিষয়বস্তু অধ্যয়নকে 'প্যালিওগ্রাফি' (Palaeography) বলা হয়। প্রাচীনকালে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন লিপি আবিষ্কার হয়েছিল। কোন সভ্যতার লিপিকে কী বলা হয় তার একটি তালিকা নিচে তোমাদের জন্য শেয়ার করলাম।।

নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।


 
সভ্যতার নাম লিপির নাম লিপির বৈশিষ্ট্য
সুমেরীয় সভ্যতা কিউনিফর্ম লিপি বা কোনাক্ষর লিপি সুমেরীয়রা নরম মাটিতে কিছু লেখার পর তা রোদে শুকিয়ে বা আগুনে পুড়িয়ে এই লিপি তৈরি করতো।
মিশরীয় সভ্যতা হায়ারোগ্লিফিক লিপি চিত্রলিপি বিবর্তিত হয়ে হায়ারোগ্লিফিক (Hieroglyphic) লিপি সৃষ্টি হয়। মিশরীয়রা এর নামকরণ করেছিল দেবলিপি। মন্দিরগাত্রে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় ব্যাপারে এই লিপি ব্যবহৃত হত। এই লিপি খুব জটিল হওয়ায় ব্যাবসাবাণিজ্য ও দেনাপাওনার কাজে খুব অসুবিধা হত।
সিন্ধ সভ্যতা সিন্ধ লিপি ___
ভারতীয় সভ্যতা সোহগোর তাম্রলিপি ___
মিশরীয় সভ্যতা হায়রেটিক লিপি হায়ারোগ্লিফিক লিপির জটিলতার ফলে এক নতুন লিপি আবিষ্কৃত হল—নাম হায়রেটিক লিপি। এই লিপিও বেশ জটিল ছিল। এর উদ্ভাবক ও ব্যবহারকারী ছিলেন মিশরের পুরোহিতরা।
মিশরীয় সভ্যতা ডিমোটিক লিপি সবশেষে উৎপত্তি হল ডিমোটিক লিপির। এটিই ছিল প্রকৃত জনসাধারণের লিপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top