একনজরে-প্রাচীন ভারতে প্রচলিত আট প্রকার বিবাহ রীতি || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023

0

 

একনজরে-প্রাচীন ভারতে প্রচলিত আট প্রকার বিবাহ রীতি || একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 2023


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় (WBCHSE Class 11 history chapter 4 questions and answers in bengali) রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র " (West Bengal Board Class 11 history Question answers) থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন "কৌটিল্যের অর্থশাস্ত্রের বর্ণিত বিভিন্ন প্রকার প্রাচীন বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো।প্রশ্নটি সম্পর্কে আবারও তোমাদের সঙ্গে আলোচনা করবো।

কৌটিল‍্যের অর্থশাস্ত্রে বর্ণিত প্রাচীন ভারতের আট প্রকার বিবাহ রীতি

ভূমিকাঃ প্রাচীন ভারতের একজন বিখ্যাত কূটনীতিবিদ অথবা রাষ্ট্রনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে' প্রাচীন ভারতের বিভিন্ন প্রকার বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কৌটিল্যের তার অর্থশাস্ত্র গ্রন্থে প্রাচীন ভারতে প্রচলিত ৮ প্রকার বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করেছেন। প্রাচীন ভারতে প্রচলিত সেই আট প্রকার বিবাহ রীতি হলো - 


বিবাহরীতির নাম তার অর্থ
দৈব বিবাহঃ যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে কোনো যোগ্য পুরোহিতের হাতে সসম্মানে কন্যা তুলে দেওয়ার বিবাহরীতি
ব্রাহ্ম বিবাহঃ বতর্মানে প্রচলিত বিবাহরীতি। অর্থাৎ দেখে শুনে সমন্ধ করে বিয়ে।
আর্য বিবাহঃ প্রাচীনকালে পাত্রপক্ষের কাছ থেকে একটি গাভী ও একটি বলদ অথবা একজোড়া গাভী পন হিসেবে নিয়ে বিয়ে দেওয়ার রীতি।
গান্ধর্ব বিবাহঃ প্রেমের সম্পর্ক ধরে যে বিবাহ হতো, তাকে গান্ধর্ব বিবাহ বলা হতো
রাক্ষস বিবাহঃ বলপূর্বক ভাবে পাত্র-পাত্রীকে জোর করে বিবাহ দেওয়ার প্রথা
পৈশাচ বিবাহঃ অপর করে বিয়ে করার প্রথা।
অসুর বিবাহঃ পাত্রী পক্ষের থেকে পন গ্রহন করে বিবাহ করার রীতি।
প্রাজপত্য বিবাহঃ সম্পূর্ণ সামাজিকভাবে এবং পিতা-মাতার আশির্বাদ সহকারে বিবাহ করার প্রথা।

উপরিক্ত আট প্রকার বিবাহরীতি সম্পর্কে আরও ভালো ভাবে বিস্তারিত জানতে চাইলে নিচের লিঙ্ক চেক করো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top