বিভিন্ন ভারত শাসন মূলক আইনের তালিকা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023

0

 

 
বিভিন্ন ভারত শাসন মূলক আইনের তালিকা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023

নিচের গভর্নর জেনারেলের নামের তালিকায় তোমাদের অসুবিধা হতে পারে। আসলে এখানে এভাবে নাম উল্লেখ করা খুবই কঠিন ব্যপার। তাই তোমাদের একটু বুঝে নেওয়ার অনুরোধ রইলো।

 
আইনের নাম সময় কাল যার আমলে হয়েছিল
রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ খ্রিস্টাব্দে পাস হয় এবং ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত থাকে ওয়ারেন হেস্টিংস।
পিটের ভারত শাসন আইন ১৭৮৪ খ্রিষ্টাব্দে পাস হয় এবং ১৭৯৩ পর খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। ওয়ারেন হেস্টিংস।
চার্টার অ্যাক্ট বা সনদ আইন ১৭৯৩ খ্রিস্টাব্দে পাস হয় এবং ১৮১৩ খ্রিষ্টাব্দ পযর্ন্ত চলে। লর্ড কর্নওয়ালিস।
চার্টার অ্যাক্ট বা সনদ আইন ১৮১৩ খ্রিস্টাব্দে " " ১৮৩৩ খ্রিষ্টাব্দ পযর্ন্ত " " লর্ড মিন্টোর।
চার্টার অ্যাক্ট বা সনদ আইন ১৮৩৩ খ্রিস্টাব্দ " " ১৮৫৩ খ্রিষ্টাব্দ পযর্ন্ত " উইলিয়াম বেন্টিং
চার্টার অ্যাক্ট বা সনদ আইন ১৮৫৩ খ্রিস্টাব্দে " " ১৮৫৮ খ্রিষ্টাব্দ পযর্ন্ত " লর্ড ডালহৌসি।
ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দে " " ১৮৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত " লর্ড ক্যানিং
ভারত শাসন আইন ১৮৬১ খ্রিস্টাব্দে " " ১৮৯২ খ্রিষ্টাব্দ পর্যন্ত "
ভারত শাসন আইন ১৮৯২ খ্রিষ্টাব্দে পাস হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এই আইন চলতে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top