|
জিব্বেরেলিন-উৎস, রাসায়নিক নাম, ভূমিকা || Gibberellin Hormone |
আছে ব্লগের মাধ্যমে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রধান অধ্যায় (WBBSE Madhyamik Or Class 10 Life Science Question Answer & Notes) জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটি বিষয়- উদ্ভিদ সবচাইতে গুরুত্বপূর্ণ হরমোন জিব্বেরেলিন হরমোনের (Gibberellin Hormone ) রাসায়নিক নাম, সংকেত, উৎস,রাসায়নিক উপাদান, জিব্বেরেলিন হরমোনের ভূমিকা বা জিব্বেরেলিন হরমোনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করবো।
▪ জিব্বেরেলিন ( Gibberellin ) : উদ্ভিদের পরিপক্ক, বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত টারপ্রিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্ত দশা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে,তাকে
জিব্বেরেলিন বলে।
Topic |
Data |
হরমোনের নাম |
Gibberellin |
সংকেত |
C19H22O6 |
রাসায়নিক নাম |
জিব্বেরেলিক অ্যাসিড |
আবিষ্কারক |
ক্যুরেশোয়া |
আবিষ্কারের সময় |
1921 খ্রিষ্টাব্দে |
সন্ধান |
সর্বপ্রথম ক্যুরেশোয়া জিব্বেরেলা ফুজিক্যুরই নামক ছত্রাকে জিব্বেরেলিন হরমোন খুঁজে পেয়েছিলেন। |
উৎস |
পরিপক্ক বীজ,মুকুল,অঙ্কিত চারা গাছ, বীজপত্র ইত্যাদি। |
রাসায়নিক উপাদান |
C,H ও O
|
জিব্বেরেলিন হরমোনের কাজ বা ভূমিকা
চাইলে নিচের গুলো পড়ে দেখো👇
বিষয় |
জিব্বেরেলিনের ভূমিকা |
মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। |
জিব্বেরেলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম। যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অন্তর্জনিয়ু (endogenous) জিব্বেরেলিন থাকে, সেক্ষেত্রে বহির্জনিষু (exogenous) জিব্বেরেলিন প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা যায়। |
পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি |
জিব্বেরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি না, ঘটে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। ফলে উদ্ভিদদেহ অতিশয় লম্বা হয়। |
ফলের বৃদ্ধি |
ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিব্বেরেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙুর, আপেল, নাসপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে এবং ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। |