প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রশ্নোত্তর || Class 12 Philosophy SAQ Questions Answers

0

 

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রশ্নোত্তর || Class 12 Philosophy SAQ Questions Answers
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রশ্নোত্তর 


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali)  (দ্বাদশ শ্রেণির দর্শন প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি WBCHSE Class 12 Philosophy SAQ Question Answers এর 2nd Part তোমাদের সঙ্গে শেয়ার করব। এই অধ্যায়ের বাকি SAQ গুলো পরের 1টি Part এ শেয়ার করবো।।

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রথম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ & 40+ SAQ দেখার জন্য নিচের লিঙ্ক গুলো চেক করো। 

এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের MCQ Part 1 

এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের MCQ Part 2

এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের SAQ Part 1

এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের SAQ Part 2

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রশ্নোত্তর || Class 12 Philosophy SAQ Questions Answers 

1. নিরপেক্ষ যুক্তির বচন গুলি কিরুপ? 

উওর : নিরপেক্ষ যুক্তির বচন গুলি অর্থাৎ এক্ষেত্রে যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই নিরপেক্ষ।

2. যৌগিক যুক্তির বচনগুলি কীরূপ? 

উওর : যৌগিক যুক্তির ক্ষেত্রে কোন একটি বচন সাপেক্ষ এবং অপর বাক্য নিরপেক্ষ হয়।

3. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কী?

উওর : প্রাকল্পিক ন্যায়র লক্ষণ হল, এই ধরনের বচনের ক্ষেত্রে একটি প্রাকল্পিক বচন এবং অপর দুটি নিরপেক্ষ বচন থাকে।

এই ধরনের বচন যদি এবং তবে নামক শব্দগুচ্ছ দ্বারা প্রকাশিত হয়।।

4. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কী?

উওর : বৈকল্পিক ন্যায়র লক্ষণ হল, এই ধরনের বচনের ক্ষেত্রে একটি বৈকল্পিক বচন এবং অপর দুটি নিরপেক্ষ বচন থাকে।

এই ধরনের বচন হয় এবং অথবা নামক শব্দগুচ্ছ দ্বারা প্রকাশিত হয়।।

5. প্রাকল্পিক বচন কাকে বলে?

উওর : মিশ্র যুক্তির ক্ষেত্রে যে বচনে একটি প্রাকল্পিক বচন এবং অপর দুটি নিরপেক্ষ বচন দেখা যায়, সেই যুক্তিকে প্রাকল্পিক গঠন বলা হয়। 

যেমন-

• যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। 

• বৃষ্টি হয়েছে 

• সুতরাং, মাটি ভিজেছে।

7. বৈকল্পিক বচন কাকে বলে? 

উওর : মিশ্র যুক্তির ক্ষেত্রে যে বচনে একটি বৈকল্পিক বচন এবং অপর দুটি নিরপেক্ষ বচন দেখা যায়, সেই যুক্তিকে বৈকল্পিক গঠন বলা হয়। 

উদাহরণ : 

• হয় সে দাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। 

• সে ডাক্তার হয়নি। 

• সুতরাং, সে ইঞ্জিনিয়ার হয়েছে।

7. নিরপেক্ষ বচন কাকে বলে?

উওর : নিরপেক্ষ ন্যায় হলো এক ধরনের অবরোহন মূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয়। 

অথবা নিরপেক্ষ ন্যায় হলো এমন এক ধরনের ন্যায় যেখানে যুক্তির বিধেয় পদটি উদ্দেশ্য পদের কোন শর্তের ওপর নির্ভর করে না।

8. বৈকল্পিক বচনের কটি অর্থ ও কী কী?

উওর : বৈকল্পিক বচনক্র দুটি অর্থ রয়েছে। যথা অবিংশবাদী বা দূর্বল অর্থ এবং বিংশবাদী বা সবল অর্থ। 

9. বৈকল্পিক বচনের দুর্বল অর্থের লক্ষণ কী?

উওর : বৈকল্পিক বচনের প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প যখন উভয়ই সত্য হয়,অর্থাৎ বৈকল্পিক বচনের যখন উভয় অর্থ সত্য হয়, তখন তাই হল বৈকল্পিক বচনের দুর্বল অর্থের লক্ষণ।

যেমন - হয় বৃদ্ধদের অথবা স্বাধীনতা সংগ্রামীদের মানপত্র দেওয়া হবে। 

• এখানে একজন ব্যক্তি বৃদ্ধ এবং একইসঙ্গে সে স্বাধীনতা সংগ্রামী হতে পারে। এক্ষেত্রে বৈকল্পিক বচনের প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প উভয়ই সত্য। তাই এক্ষেত্রে এটি বৈকল্পিক বচনের দুর্বল অর্থের লক্ষণ।।

10. বৈকল্পিক বচনের সবল অর্থের লক্ষণ

কী? 

উওর : যখন বৈকল্পিক বচনের একটিমাত্র অর্থ সত্য হয়,অর্থাৎ প্রথম বিকল্প সত্য হলে দ্বিতীয় বিকল্প মিথ্যা হবে বা দ্বিতীয় বিকল্প সত্য হলে প্রথম বিকল্প মিথ্যা হবে, সেইরকম বৈকল্পিক বচন হলো বৈকল্পিক বচনের সবল অর্থের লক্ষণ।।

11. যদি P তবে Q'—এটি কোন ধরনের বচন?

উওর : যদি P তবে Q'—এটি প্রাকল্পিক বচন। কারন আমরা জানি প্রাকল্পিক বচনের আকারগত রূপ হলো যদি P তবে Q'। 

এবং প্রাকল্পিক বচনই হয় যদি এবং তবে নামক শব্দগুচ্ছ দ্বারা প্রকাশিত হয়।


12. 'হয় P অথবা Q'—এটি কোন ধরনের বচন?

উওর : . 'হয় P অথবা Q'— বই কঠিন বচন। কারণ আমরা জানি বৈকল্পের বচনের আকার গত দিক হলো 'হয় P অথবা Q'। এবং বৈকল্পিক বচন সবসময়ই হয় এবং অথবা নামক শব্দ দ্বারা প্রকাশিত হয়।

13. সকল P হয় Q'- এটি কোন ধরনের বচন ? 

উওর : সকল P হয় Q'- এটি প্রাকল্পিক (A) বচন।

14. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয় ?

উওর : প্রকল্পের বচনের দুটি অংশ থাকে যথা পূর্বগ এবং অনুগ। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে পূর্বগ বলা হয়। অর্থাৎ যা আগে ঘটেছে তাই পূর্বগ।

যেমন - যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে

• বৃষ্টি হয়েছে 

• সুতরাং, মাটি ভিজেছে। 

• এখানে বৃষ্টি হওয়ার কাজটি আগে হয়েছে তাই এখানে প্রথম পদ অর্থাৎ বৃষ্টি হওয়া পদটি পূর্বগ।


15. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয়? 

উওর : প্রকল্পের বচনের ক্ষেত্রে যা পরে ঘটে বা ঘটেছে তা হল তার দ্বিতীয় অংশ। প্রকল্পের প্রশ্নের সেই দ্বিতীয় অংশকে অনুগ বলা হয়।

যেমন - যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে

• বৃষ্টি হয়েছে 

• সুতরাং, মাটি ভিজেছে। 

• এখানে মাটি ভেজার কাজটি পরে হয়েছে। তাই এখানে দ্বিতীয় পদ অর্থাৎ মাটি ভেজার পদটি অনুগ।

16. বৈকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয়? 

উওর : প্রথম অংশকে প্রথম বিকল্প বলা হয়।

যেমন- 

• হয় সে দাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। 

• সে ডাক্তার হয়নি। 

• সুতরাং, সে ইঞ্জিনিয়ার হয়েছে।

এখানে ডাক্তার না হওয়ার পদটি হল প্রথম বিকল্প।


17. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয়?

উওর : বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশকে দ্বিতীয় বিকল্প বলা হয়।।

যেমন- 

• হয় সে দাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। 

• সে ডাক্তার হয়নি। 

• সুতরাং, সে ইঞ্জিনিয়ার হয়েছে।

এখানে 'সে ইঞ্জিনিয়ার হয়েছে' পদটি হল দ্বিতীয় বিকল্প।


18. বৈকল্পিক বচনের এক একটি অংশকে কী বলা হয় ?

উওর : বৈকল্পিক বচনের এক একটি অংশকে বিকল্প বলা হয়। বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বিকল্প থাকে যথা। প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প।


19. বৈকল্পিক-নিরপেক্ষ যুক্তির নিয়ম কী? 

উওর : বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির একটিমাত্র নিয়ম রয়েছে। সেই যুক্তিটি হল- 

প্রথম যুক্তিবাক্যের দুটি বিকল্পের মধ্যে একটিকে দ্বিতীয় যুক্তি বাক্যে অস্বীকার করে অপর বাক্যটিকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে।


20. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কী?

উওর : প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে দুটি সূত্র বা নিয়ম রয়েছে। প্রাকৃতিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রথম সূত্রটি হল

• পূর্বগ পদটিকে স্বীকার করে অনুগ পদটিকে স্বীকার করে নেওয়া। 

• এবং প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম বা সূত্রটি হল - 

• অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করে নেওয়া।


Tags : প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের SAQ | দ্বাদশ শ্রেণির দর্শন ষষ্ঠ অধ্যায়ের SAQ | দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর | HS Philosophy SAQ | Class 12 Philosophy SAQ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top