![]() |
উচ্চমাধ্যমিক দর্শন প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের SAQ |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে (WBCHSE Class 12 Philosophy Questions Answers In Bengali) (দ্বাদশ শ্রেণির দর্শন প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় ) থেকে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ 21টি WBCHSE Class 12 Philosophy SAQ Question Answers এর 2nd Part তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের 50+ MCQ & 40 SAQ Questions Answers এর তালিকা নিচে দেওয়া হলো।
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের প্রথম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50+ MCQ & 40+ SAQ দেখার জন্য নিচের লিঙ্ক গুলো চেক করো।
এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের MCQ Part 1
এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের MCQ Part 2
এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের SAQ Part 1
এখানে👉 : প্রাকল্পিক ও বৈকল্পিক অধ্যায়ের SAQ Part 2
উচ্চমাধ্যমিক দর্শন প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের SAQ || HS Philosophy SAQ In Bengali 2023
21. M. P-বলতে কী বোঝায়?
উওর : M.P বলতে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের স্বীকৃতি মূলক নিয়ম-টিকে বোঝায়।
M.P এর পুরো কথা হল Modus Ponens। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এই নিয়ম অনুসারে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করতে হয়।
22. M. T বলতে কী বোঝায়?
উওর : M.T বলতে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অস্বীকৃতি মূলক নিয়ম-টিকে বোঝায়।
M.T এর পুরো কথা হল Modus Tollens। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এই নিয়ম অনুসারে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করে করতে হয়।
23. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন্ বচন হয় ?
উওর : প্রাকল্পিক বচন সাপেক্ষ ন্যায় এবং নিরপেক্ষ ন্যায়ের সমন্বয় গঠিত হয় বলে প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়।
24. বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন্ বচন হয়?
উওর : প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মতো বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রেও এর সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়।
25. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি সাপেক্ষ বচন হতে পারে?
উওর : নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি সাপেক্ষ বচন হতে পারে না।
26. প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায় কোন ধরনের যুক্তি?
উওর : প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায় অবরোহণ মূলক যুক্তি।
27. কোনো একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায় কী হয়?
উওর : বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সূত্র বা নিয়ম অনুসারে কোনো একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে বৈকল্পিক-নিরপেক্ষ ন্যায়টি বৈধ হয়।
28. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। বৃষ্টি পড়েছে। অতএব কী সিদ্ধান্ত হবে?
29. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। মাটি ভেজেনি। অতএব কী সিদ্ধান্ত হবে?
উওর : প্রশ্ন থেকেই বোঝা যায় এটি একটি প্রাকল্পিক বচন।
যুক্তিটির তর্ক বিজ্ঞানসম্মত রূপ আকারে আমরা এর সিদ্ধান্ত পাই-
• যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।
• মাটি ভেজেনি
• সুতরাং, বৃষ্টি হয়নি।
30. প্রাকল্পিক-নিরপেক্ষ বচনের আকারটি কী?
উত্তর : প্রাকল্পিক নিরপেক্ষ বচনের আকার টি হল - যদি P, তবে Q।
• যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।
• মাটি ভেজেনি
• সুতরাং, বৃষ্টি হয়নি।
এর আকার হলো -
- Q নয়
- সুতরাং, P নয়।।
31. বৈকল্পিক-নিরপেক্ষ বচনের আকারটি কী?
উওর : বৈকল্পিক-নিরপেক্ষ বচনের আকারটি হলো যদি P, তবে Q।
উদাহরণ -
• হয় সে ডাক্তার হবে অথবা উকিল হবে
• সে উকিল হয়নি।
• সুতরাং,সে ডাক্তার হয়েছে।
• এর আকার হলো -
• Q নয়।
• সুতরাং,P।
32. যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, মেঘ করেনি; অতএব বৃষ্টি হয়নি। যুক্তিটি কি যথার্থ?
উওর : বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে সূত্র বা নিয়ম রয়েছে,তাতে বলা হয় প্রথম যুক্তি বাক্যের দুটি বিকল্পের মধ্যে যেকোনো একটিকে প্রথমে অস্বীকার করে ওপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বিকার করতে হবে।
উপরিক্ত বৈকল্পিক বচনের ক্ষেত্রে প্রথম বিকল্পটিকে অস্বীকার করা হয়েছে এবং অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। তাই এক্ষেত্রে বৈকল্পিক বচনটি বৈধ বা যথার্থ।
33. হয় রাম আসবে অথবা শ্যাম যাবে, রাম এসেছে অতএব শ্যাম যাবে না—যুক্তিটি কি বৈধ? 34. যদি P তবে Q. P নয়; অতএব Q নয়—এখানে কী দোষ ঘটেছে?
35. হয় P অথবা Q,P নয় অতএব Q নয়- এখানে কী দোষ ঘটেছে?
উওর : বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে সূত্র বা নিয়ম রয়েছে,তাতে বলা হয় প্রথম যুক্তি বাক্যের দুটি বিকল্পের মধ্যে যেকোনো একটিকে প্রথমে অস্বীকার করে ওপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বিকার করতে হবে। কিন্তু দুটি বিকল্পকে একসঙ্গে অস্বীকার করা যাবেনা। কিন্তু উপরিক্ত যুক্তির ক্ষেত্রে তাই করা হয়েছে। তাই উপরিক্ত বৈকল্পিক বচনটি একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্প কে অস্বীকার জনিত দোষে দুষ্ট।
36. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়ম কে কি বলা হয়?
উওর : প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়মকে Modus Ponens বলা হয়। সংক্ষিপ্তাকারে M.P। এটি হলো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে পূর্বগ স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম।
37. প্রাকল্পিক নিরপেক্ষ এর ক্ষেত্রে অনুগকে স্বীকার করে পূর্বগকে অস্বীকার করলে কি দোষ ঘটে?
উওর : প্রাকল্পিক নিরপেক্ষ এর ক্ষেত্রে অনুগকে স্বীকার করে পূর্বগকে অস্বীকার করলে অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার জনিত দোষ ঘটে।
38. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে M.T নিয়ম কি?
উওর : প্রাকৃতিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে M.T নিয়ম হল Modus Tollens বা সংক্ষিপ্তাকারে M.T। এটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় নিয়ম যেখানে বলা হয়, অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করতে হবে।
39. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করলে কোন দোষের ঘটে?
উওর : প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করলে পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার জনিত দোষের ঘটে।।
40. বৈকল্পিক বচনের দুটি অর্থ কি কি?
উওর : বৈকল্পিক বচনের দুটি অর্থ হল দুর্বল অর্থ এবং বা অবিংশবাদী অর্থ এবং বৈকল্পিক বচনের দ্বিতীয় অর্থটি হলো বিংশবাদী অর্থ বা সবল অর্থ।।
41. বৈকল্পিক বচনের ক্ষেত্রে বিংশবাদী এবং অবিংশ বাদী কথার অর্থ কি?
উওর : বৈকল্পিক বচনের ক্ষেত্রে বিংশ বাদী কথার অর্থ হলো 'যা বিরুদ্ধ ভাব সম্পন্ন'। এবং বৈকল্পিক বচনের ক্ষেত্রে অবিংশবাদী কথার অর্থ হলো 'যা বিরুদ্ধ ভাব সম্পন্ন নয়'।।
Tags : প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় অধ্যায়ের SAQ | দ্বাদশ শ্রেণির দর্শন ষষ্ঠ অধ্যায়ের SAQ | দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক দর্শন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর | HS Philosophy SAQ | Class 12 Philosophy SAQ