WBCHSE Class 12 History MCQ In Bengali || উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ Questions Answers

0

 

WBCHSE Class 12 History MCQ In Bengali || উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ Questions Answers
WBCHSE Class 12 History MCQ In Bengali


আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা Modern Indian History বা আধুনিক ভারতের ইতিহাস থেকে ইতিহাস জি.কে প্রশ্ন উওর হিসেবে (History GK Question Answers In Bengali) তোমাদের সঙ্গে WBCHSE Class 12 History or WBBSE Class 10 History থেকে Most Important 20+ History GK Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History GK Question Answers বা ইতিহাস জিকে প্রশ্ন উওর গুলো মাধ্যমিক ইতিহাস, উচ্চমাধ্যমিক ইতিহাস ছাড়াও বিভিন্ন Competitive Exams,Online Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

WBCHSE Class 12 History MCQ In Bengali || উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ Questions Answers 


1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

(i) আধুনিক ইতিহাসচর্চার জনক বলা হয়—

(a) সু-মা-কিয়েনকে

(b) হেরোডোটাসকে

(c) ঢুকিডিডিসকে

(d) ইবন খালদুনকে

Ans : (d) ইবন খালদুনকে


(ii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম

(a) একাত্তরের ডাইরি 

(b) আমি নেতাজিকে দেখেছি

(c) সেদিনের কথা

(d) জীবনের জলসাঘরে

Ans : (a) একাত্তরের ডাইরি 


(iii) Fall of the Mughal Empire গ্রন্থের লেখক হলেন—

(a) ইরফান হাবিব

(b) যদুনাথ সরকার 

(c) ইবন খালদুন

(d) গৌতম ভদ্র

Ans : (b) যদুনাথ সরকার 


(iv) ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য সেনা ছিল—

(a) শিখ

(b) গোর্খা

(c) আফগান

(d) বাঙালি

Ans : (b) গোর্খা


(v) মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(a) থিয়োডোর বেক 

(b) সৈয়দ আহমেদ খান 

(c) ইউসুফআলি 

(d) মৌলভি মোমিন

Ans : (a) থিয়োডোর বেক 


(vi) ভাইসরয়ের কার্যনিবাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন -

(a) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 

(c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

(d) রাসবিহারী ঘোষ

Ans : (b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 


(vii) ল্যুভর মিউজিয়াম অবস্থিত—

(a) লন্ডনে

(b) মস্কোতে

(c) বার্লিনে

(d) প্যারিসে

Ans : (d) প্যারিসে


(viii) সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন -

(a) দয়ানন্দ সরস্বতী

(b) কেশবচন্দ্র সেন

(c) জ্যোতিবা ফুলে 

(d) রামমোহন রায়

Ans : (c) জ্যোতিবা ফুলে 


(iX) প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন—

(a) আত্মারাম পান্ডুরঙ্গ

(b) জ্যোতিবা ফুলে

(c) রামমোহন রায়

(d) কেশবচন্দ্র সেন

Ans : (a) আত্মারাম পান্ডুরঙ্গ


(x) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের 'ম্যাগনাকার্টা বলা হয়-

(a) মেকলে মিনিটকে 

(b) হান্টার কমিশনকে 

(c) উডের ডেসপ্যাচকে 

(d) স্যাডলার কমিশনকে 

Ans : (c) উডের ডেসপ্যাচকে 


(xi) ভারতে দ্বিজাতি তত্ত্বের সূচনা করেন—

(a) আগা খান

(b) সৈয়দ আহমেদ খান 

(c) মোহম্মদ আলি জিন্নাহ 

(d) ইকবাল 

Ans : (b) সৈয়দ আহমেদ খান 


(xii) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়-

(a) 1800 খ্রিস্টাব্দে

(b) 1813 খ্রিস্টাব্দে

(c) 1817 খ্রিস্টাব্দে

(d) 1824 খ্রিস্টাব্দে

Ans : (a) 1800 খ্রিস্টাব্দে


(xiii) 'আধুনিক ভারতের জনক' বলা হয়— 

(a) বিদ্যাসাগরকে 

(b) রামমোহন রায়কে 

(c) ডিরোজিয়োকে

(d) দয়ানন্দ সরস্বতীকে

Ans : (b) রামমোহন রায়কে 


(xiv) কোন্ কেন্দ্রীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল? 

(a) জয়পুরের মহারাজা

(b) মারাঠা পেশোয়ার দ্বিতীয় বাজিরাও

(c) হায়দরাবাদের নিজাম

(d) টিপু সুলতান

Ans : (c) হায়দরাবাদের নিজাম


(xv) 'এশিয়া এশিয়াবাসীর জন্য স্লোগান তুলেছিল— 

(a) চিন 

(b) জাপান

(c) ভারত 

(d) পাকিস্তান

Ans : (b) জাপান


(xvi) ভারতে সর্বপ্রথম 'বিভাজন ও শাসন নীতি' কার্যকর করেন-

(a) কার্জন

(b) লরেন্স

(c) লিটন

(d) কানিং

Ans : (b) লরেন্স


(xvii) রুদ্ধদ্বার নীতি গ্রহণ করেছিল-

(a) ভারত

(b) জাপান 

(c) ব্রিটেন

(d) চিন

Ans : (d) চিন


(xviii) ভাইকম সত্যাগ্রহ হয়েছিল-

(a) মহারাষ্ট্রে

(b) মধ্যপ্রদেশে

(c) কেরালায়

(d) তামিলনাড়ুতে

Ans : (c) কেরালায়


(xix) আজাদি সেনানায়কদের বিচার শুরু হয়—

(a) কলকাতায়

(b) বোম্বাইয়ে

(c) দিল্লিতে

(d) মাদ্রাজে

Ans : (c) দিল্লিতে


(xx) মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছিল? 

(a) 25 জন

(b) 27 জন

(c) 35

(d) 33 জন

Ans : (d) 33 জন

ক স্তম্ভ খ স্তম্ভ
আত্মীয় সভা                          রাজা রামমোহন রায়
নীলদর্পন ওয়ারেন হেস্টিংস
কলকাতা মাদ্রাসা দীনবন্ধু মিত্র
নববিধান কেশবচন্দ্র সেন


(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(b) (i)-A, (ii)-D, (iii)-C, (iv)-B

(c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D

(d) (i)-D, (ii)-B, (iii)-A, (iv)-C

Ans : (c) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D


(xii) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলটি ছিলেন-

(a) লর্ড আরউইন 

(b) লর্ড ওয়াভেল

(c) লর্ড লিনলিথগো

(d) লর্ড মাউন্টব্যাটেন

Ans : (c) লর্ড লিনলিথগো


(xxiii) ইন্ডিয়া উইনস ফ্রিডম এর লেখক

(a) সুভাষচন্দ্র বসু 

(b) জওহরলাল নেহরু 

(c) মহাত্মা গান্ধি

(d) আবুল কালাম আজাদ

Ans : (d) আবুল কালাম আজাদ


(xiv) দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে জয়ী হন— 

(a) ভিয়েতনাম 

(b) ফ্রান্স

(c) ইন্দোনেশিয়া 

(d) ব্রিটেন

Ans : (a) ভিয়েতনাম


Tags : 

ইতিহাস জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ইতিহাস gk | Madhyamik History GK | WBCHSE Class 12 History GK | Class 10 History GK Question Answers | Class 12 History GK Question Answers | history gk for competitive exam | history important gk question answers for competitive exams | modern Indian history questions for competitive exams | history gk for competitive exam | indian history gk questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top