 |
WB Class 12 History SAQ Questions Answers In Bengali |
আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা Modern Indian History বা আধুনিক ভারতের ইতিহাস থেকে ইতিহাস জি.কে প্রশ্ন উওর হিসেবে (History GK Question Answers In Bengali) তোমাদের সঙ্গে WBCHSE Class 12 History or WBBSE Class 10 History থেকে Most Important 20+ History GK SAQ Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History GK Question Answers বা ইতিহাস জিকে প্রশ্ন উওর গুলো মাধ্যমিক ইতিহাস, উচ্চমাধ্যমিক ইতিহাস ছাড়াও বিভিন্ন Competitive Exams,Online Quiz Or Offline Quiz এ এসে থাকে।
WB Class 12 History SAQ Questions Answers In Bengali || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোওর
১. ফারুকশিয়ারের ফরমান কী?
উওর :- মোগল সম্রাট ফারুকশিয়ার ১৭১< খ্রিস্টাব্দে বার্ষিক ৩০০০ টাকার বিনিময়ে কোম্পানিকে বাংলায় বিনাশকে বাণিজ্য করার যে ফরমান দেন, তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত।
২.কোন সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে?
উওর :- ১৭৬৩ খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে।
৩.পলাশির যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?
উওর :- পলাশির যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন সিরাজ-উদদৌলা ৪ লর্ড ক্লাইভের মধ্যে হয়।
৪.নানকিং সন্ধির দুটি শর্ত লেখো।
উওর :- ১৮৪২ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট স্বাক্ষরিত নানকিং সন্ধির শর্তগুলি হল-
• প্রথমত চিন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দেবে।
• দ্বিতীয়ত ক্যান্টন, অ্যাময়, সাংহাই বন্দর বিদেশিদের কাছে খুলে দিতে বাধ্য হবে।
৫. অন্ধকূপ হত্যা কী?
উওর :- হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী মন্তব্য করেন যে, ১৭৫৭ খ্রিস্টাব্দের ২০ জুন সিরাজের তাদেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছোটো ঘরে আটক রাখার ফলে ১২৩ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
৬.অবশিল্পায়ন কী?
উওর :- যখন কোনো শিল্প ধ্বংসপ্রাপ্ত বা শিল্পের হযোগতি হয় এবং তার পরিবর্তে কোনো নতুন শিল্প যদি গড়ে না ওঠে তবে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে শিল্পায়ন বলে। অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ১৭৫৩ খ্রিস্টাব্দে।
৭.উডের ডেসপ্যাচ কী?
উওর :- ভারতীয় বোর্ড অব্ কনট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা সংক্রান্ত যে সুপারিশ করেন, তাকে উডের ডেসপ্যাচ বলে।
৮.AITUC কবে গঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে?
উওর :- ভারতের শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করে তুলে তাকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে ১৯২০ খ্রিস্টাব্দে AITUC গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।
৯.তিন আইন কী?
উওর :- ১৮৭২ খ্রিস্টাব্দের যে আইন দ্বারা বাল্যবিবাহ বিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবাবিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। এই আইন ‘তিন আইন’! নামে পরিচিত।
১০. 'শ্রীরামপুর ত্রয়ী' কাকে বলে?
উওর : শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মার্শম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরিকে একত্রে 'শ্রীরামপুর ত্রয়ী' বলে।
১১. রাওলাট আইন কী?
উওর : ভারতের জাতীয় আন্দোলনকে দমন করার জন্য সিডনি রাওলাট যে আইন জারি করে, তা রাওলাট আইন নামে পরিচিত।
১২. মর্লে-মিন্টো কে ছিলেন?
উওর : মর্লে ছিলেন ভারতসচিব এবং বড়োলাট ছিলেন লর্ড মিন্টো।
১৩. মিরাট ষড়যন্ত্র মামলা কী বা কাকে বলে?
উওর :- ভারতে বামপন্থী দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে ৩৩ জন বামপন্থী নেতাকে আটক করে তাঁদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে, তাকে বলা হয় মিরাট ষড়যন্ত্র মামলা।
১৪.রশিদ আলি দিবস কী?
উওর :- ১৯৪৬ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলিকে বিচারে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ১১ ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট হয়, যা রশিদ আলি দিবস নামে পরিচিত।
১৫.মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন?
উওর : ১৯৪৬ খ্রিষ্টাব্দের মন্ত্রীমিশনের সদস্যরা হলেন ভারতসচিব স্যার পেথিক লরেন্স, বাণিজ্যসভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবাহিনীর প্রধান এ ভি আলেকজান্ডার।
১৬. সুভাষচন্দ্র বসু 'আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী নামকরণ করেন?
উওর : আজান হিন্দ বাহিনীকে নিয়ে জয় করা সুভাষচন্দ্র বোস ‘আন্দামান’ ও নিকোবর’ দ্বীপপুঞ্জের নাম রাখেন যথাক্রমে 'শহিদ' ও 'স্বরাজ' দ্বীপ।
১৭. পঞ্চাশের মন্বস্তর বলতে কী বোঝো?
উওর : দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৩৫০ বঙ্গাব্দে) ব্রিটিশ সরকারের সীমাহীন অর্থনৈতিক শোষণ, খাদ্যশস্যের , উৎপাদন হ্রাস, কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তথা খাদ্যসংকটের দরুন বাংলায় যে ভয়াবহ মন্বন্তর বা দুর্ভিক্ষ দেখা যায়, তা পঞ্চাশের মন্বন্তর নামে অভিহিত।
১৮. সুকর্নো কে ছিলেন?
উওর : সুকর্নো ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ।
১৯. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উওর : ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন।
Tags : ইতিহাস জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ইতিহাস gk | Madhyamik History GK | WBCHSE Class 12 History GK | Class 10 History GK Question Answers | Class 12 History GK Question Answers | history gk for competitive exam | history important gk question answers for competitive exams | modern Indian history questions for competitive exams | history gk for competitive exam | indian history gk questions for competitive exams