দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর || সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের MCQ Questions Answers

0

 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর || সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের MCQ Questions Answers
সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের MCQ Questions Answers 


আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ (Organs Of The Government ) এর শাসন বিভাগ রাজনৈতিক ও রাজনৈতিক আমলাতন্ত্র স্থায়ী অংশের কার্যাবলী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30+ MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগের দ্বিতীয় ভাগে আরও কিছু MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উওর || সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের MCQ Questions Answers 

শঠিক উত্তরটি নির্বাচন করো

1. ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন- 

• প্রধানমন্ত্রী

• পার্লামেন্ট

• রাষ্ট্রপতি

• সুপ্রিমকোর্ট

• উওর : - প্রধানমন্ত্রী


2. শাসন বিভাগের অস্থায়ী অংশ হল—

• উচ্চপদস্থ কর্মীরা 

• সর্বস্তরের আমলাগণ

• সাধারণ কর্মীরা

• মন্ত্রীপরিষদ

• উওর : -মন্ত্রীপরিষদ


3. সংসদীয় শাসনব্যবস্থায় যত ধরনের শাসক দেখা যায়, তার সংখ্যা হল

• ২টি

• ৩টি

• ৪টি

• ৫টি

• উওর :- ২টি


4. ভারতে জরুরি অবস্থা জারি করা হয়-

• ১৯৭০ খ্রিস্টাব্দে 

• ১৯৭৫ খ্রিস্টাব্দে

• ১৯৭৭ খ্রিস্টাব্দে

• ১৯৮০ খ্রিস্টাব্দে

• উওর :- ১৯৭৫ খ্রিস্টাব্দে


5. এককেন্দ্রিক শাসনব্যবস্থার প্রকৃত উদাহরণ হল- 

• ভারতের শাসনব্যবস্থা

• মার্কিন শাসনব্যবস্থা 

• ব্রিটেনের শাসনব্যবস্থা 

• ফরাসি শাসনব্যবস্থা

• উওর :- ব্রিটেনের শাসনব্যবস্থা 


6. শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মীদের কী বলা হয়? 

• সচিব

• প্রশাসক

• মন্ত্রী

• আমলা

• উওর :- আমলা


7. ব্রিটেনের রাজা বা রানি কীরূপ শাসকের উদাহরণ? 

• নির্বাচিত শাসক

• প্রকৃত শাসক 

• নামসর্বস্ব শাসক

• মনোনীত শাসক

• উওর :- নামসর্বস্ব শাসক


৪. উত্তরাধিকারসূত্রে মনোনীত শাসকের দৃষ্টান্ত কী?

• ব্রিটেনের রাজা বা রানি 

• ভারতের রাষ্ট্রপতি 

• ব্রিটেনের প্রধানমন্ত্রী

• আমেরিকার রাষ্ট্রপতি 

• উওর :- ব্রিটেনের রাজা বা রানি


9. কীরূপ শাসনব্যবস্থায় শাসন বিভাগ অধিক শক্তিশালী হয়?

• সংসদীয়

• সমাজতান্ত্রিক

• একনায়কতান্ত্রিক

• রাষ্ট্রপতি শাসিত

• উওর :- সংসদীয়


10. কীরূপ শাসনব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

• রাষ্ট্রপতি শাসিত

• এককেন্দ্রিক 

• সংসদীয়

• যুক্তরাষ্ট্রীয়

• উওর :- সংসদীয়


11. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যেই অঙ্গরাজ্যগুলির স্বার্থরক্ষার ব্যবস্থা রয়েছে- কে মন্তব্য করেছেন?

• লর্ড ব্রাইস

• হেনরি মেইন

• লেকি

• ল্যাঙ্কি

• উওর : ল্যাঙ্কি


12. ভারতে রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পরেন? 

• প্রধানমন্ত্রী

• কেন্দ্রীয় মন্ত্রিসভা

• সুপ্রিমকোর্ট 

• হাইকোর্ট 

• উওর :- প্রধানমন্ত্রী


13. বংশানুক্রমিক শাসন দেখা যায়—

• ভারতে

• বাংলাদেশে

• মার্কিন যুক্তরাষ্ট্রে

• ব্রিটেনে

• উওর :- ব্রিটেনে


14. ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন-

• প্রধানমন্ত্রী

• প্রধান বিচারপতি 

• রাষ্ট্রপতি

• স্পিকার

• উওর :- রাষ্ট্রপতি


15. অ-রাজনৈতিক বা স্থায়ী প্রশাসকরা হলেন-

• মন্ত্রী পরিষদের সদস্য 

• আমলাতন্ত্রের সদস্য

• আইন বিভাগের সদস্য

• বিচার বিভাগের সদস্য

• উওর :- আমলাতন্ত্রের সদস্য


16. কোন্ বিভাগ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে

• আইন বিভাগ

• বিচার বিভাগ 

• সামরিক বিভাগ

• শাসন বিভাগ

• উওর :- আইন বিভাগ


17. আমলাতন্ত্র প্রাধান্য পায়-

• উদারনৈতিক গণতন্ত্রে 

• প্রত্যক্ষ গণতে

• সমাজতান্ত্রিক গণতন্ত্রে

• দলগত একনায়কতন্ত্রে

• উওর :- সমাজতান্ত্রিক গণতন্ত্রে


18. পেশাগত প্রশাসক বলা হয়-

• রাষ্ট্রপতিকে 

• আমলাতন্ত্রকে

• প্রধানমন্ত্রীকে

• স্পিকারকে

• উওর :- আমলাতন্ত্রকে


19. সরকারের যে বিভাগ আইন বলবৎ করে তাকে বলে— 

• শাসন বিভাগ

• বিচার বিভাগ 

• গণপরিষদ

• আইন বিভাগ

• উওর :-  আইন বিভাগ


20. একক-পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার প্রকৃষ্ট দৃষ্টার হল—

• রাজতন্ত্র

• গণত 

• স্বৈরতন্ত্র

• একনায়কতন্ত্র

• উওর :- রাজতন্ত্র


21. মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা-

• রাষ্ট্রপতি শাসিত 

• এককেন্দ্রিক শাসনব্যবস্থা

• সংসদীয় শাসনব্যবস্থা 

• অসংসদীয়

• উওর :- রাষ্ট্রপতি শাসিত 


22. ব্রিটেনের শাসনব্যবস্থা-

• অ-সংসদীয়

• সংসদীয়

• রাষ্ট্রপতি শাসিত

• কোনোটিই নয়

• উওর :- সংসদীয়


23. “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে সেচ্ছাচারিতা বলা যেতে পারে"- বলেছেন

• ম্যাডিসন

• ব্রাইস

• ল্যাস্কি

• মন্তেস্কু

• উওর :- ম্যাডিসন


24. মনোনীত শাসকের উদাহরণ হল- 

• মার্কিন রাষ্ট্রপতি

• জাপানের রাজা

• ভারতের রাষ্ট্রপতি

• কোনোটিই নয়

• উওর :- জাপানের রাজা


25. মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল- 

• ৫ বছর 

• ৪ বছর 

• ৭ বছর

• ৬ বছর

• উওর :- ৪ বছর 


26. ফ্রান্সের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ-

• ৫ বছর 

• ৪ বছর 

• ৭ বছর

• ৬ বছর 

• উওর :- ৭ বছর


27. অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে—

• শাসনবিভাগের

• আইনবিভাগের

• বিচারবিভাগের

• কোনোটিরই নয়

• উওর :- শাসনবিভাগের


28. শাসনবিভাগে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের বলা হয়-

• বিচারক

• সচিব 

• মন্ত্রি 

• আমলা

• উওর :- আমলা


29. নামসর্বস্ব শাসকের উদাহরণ হল-

• ব্রিটেনের রাজা বা রানি

• ভারতের প্রধান

• মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 

• ফরাসি প্রধানমন্ত্রী

• উওর :- ব্রিটেনের রাজা বা রানি


30. বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থা রয়েছে—

• ব্রিটেনে

• ভারতে

• সুইটজারল্যান্ডে

• জাপানে

• উওর :- সুইটজারল্যান্ডে


31. আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল- 

• নীতি নির্ধারণ

• আইন প্রণয়ন

• রাজনৈতিক দলের স্বার্থরক্ষা 

• সংবিধানের ব্যাখ্যা প্রদান 

• উওর :- নীতি নির্ধারণ


32. যে শাসনব্যবস্থা আইনবিভাগ, শাসনবিভাগকে নিয়য়ন্ত্রণ করে—

• সংসদীয়

• এককেন্দ্রিক

• রাষ্ট্রপতি শাসিত

• ওপরের সবকটি

• উওর :- সংসদীয়


Tags: সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | WBCHSE Class 12 Political Science Questions Answers 2023 | HS Political Science MCQ Questions Answers 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top