আজকের এই ব্লগের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক দর্শন পঞ্চম অধ্যায় বা দ্বাদশ শ্রেণী দর্শন পঞ্চম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy Questions Answers Chapter 5) নিরপেক্ষ ন্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "নিরপেক্ষ ন্যায় কাকে বলে? নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো" এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো
ন্যায় অনুমান কাকে বলে? এর বৈশিষ্ট্য || নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের বড় প্রশ্নোওর || HS Philosophy Notes 2023
ন্যায় অনুমানঃ-
ন্যায় অনুমান এক ধরনের অবরোহনমূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পর্কিত দুটি যুক্তি বাক্য অর্থাৎ একটি প্রধান যুক্তি বাক্য এবং একটি অপ্রধান যুক্তি বাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা হয়,তখন তাকে নিরপেক্ষ ন্যায় অনুমান বলে।।
নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যঃ
নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা নিরপেক্ষ ন্যায় অনুমানের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। যেমন-
পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তের প্রতিষ্ঠাঃ-
ন্যায় অনুমান অবরোহনমূলক মাধ্যম অনুমান বলে, ন্যায় অনুমানের ক্ষেত্রে কখনোই একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বাক্য প্রতিষ্ঠিত হতে পারে না। তাই ন্যায় অনুমানের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত দুটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত বাক্য প্রতিষ্ঠিত হয়। ন্যায় অনুমানের ক্ষেত্রে একটি প্রধান যুক্তি বাক্য এবং একটি অপ্রধান যুক্তিবাক্য থাকে সিদ্ধান্ত টি প্রতিষ্ঠা করা হয়।।
যুক্তিবাক্যের অস্পষ্টতাকে সিদ্ধান্তে স্পষ্ট করাঃ
ন্যায় অনুমানের ক্ষেত্রে দুটি যুক্তি বাক্য থাকে একটি প্রধান যুক্তি বাক্য এবং অপরটি অপ্রধান যুক্তি বাক্য থাকে। এই দুটি যুক্তি বাক্য পরস্পর সম্পর্কযুক্ত। এই দুটি যুক্তি বাক্যকে সংযুক্ত করলেই বা একত্রিত করলেই একটি নতুন ও সংযুক্তরূপ হিসেবে সিদ্ধান্ত বাক্যটি পাওয়া সম্ভব। সিদ্ধান্তের বক্তব্যেই যুক্তি বাক্যেরর মধ্যে প্রচ্ছন্ন বা অব্যক্তভাবে লুকিয়ে থাকে। সিদ্ধান্তের মধ্যে স্পষ্ট হওয়া বিষয় ই যুক্তি বাক্য দুটির মধ্যে লুকিয়ে থাকে।
যুক্তি বাক্যের ব্যাপকতাকে সিদ্ধান্তে অতিক্রম না করাঃ-
ন্যায় অনুমান এটি অবরোহমূলক অনুমান। অবরোহমূলক অনুমান হওয়ায় ন্যায় অনুমানে, প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্য থেকে প্রতিষ্ঠিত হওয়া সিদ্ধান্ত বাক্যটি কখনোই দুটি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর হতে পারে না।। অর্থাৎ প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্যে যা বলা হয়েছে, তার চেয়ে সিদ্ধান্ত বাক্যের অর্থ, ব্যাপকতা বা বিস্তৃতি কখনোই বেশি হবে না।। অর্থাৎ ন্যায় অনুমানের ক্ষেত্রে যুক্তি বাক্য গুলির মধ্যে যা বলা হয়েছে ঠিক সেই বক্তব্যটিই আমরা সিদ্ধান্তে প্রতিষ্ঠিত করবো। তার চেয়ে বেশি কিছু প্রতিষ্ঠিত করতে পারবোনা।।
যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি নিঃসরণের অনিবার্যতাঃ-
ন্যায় অনুমানের ক্ষেত্রে প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। কারণ এক্ষেত্রে সিদ্ধান্তে এমন কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয় যেগুলো প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্যের মধ্যে প্রচ্ছন্নভাবে উল্লেখ করা নেই। অর্থাৎ সিদ্ধান্তের বাচনিক আকাটি নতুনভাবে উপস্থাপিত করা হলেও যা প্রমাণ করা হয় তা কখনোই নতুন কিছু নয়। তা পূর্ব থেকেই যুক্তিবাক্যের মধ্যে ছিল। যুক্তিবাক্য দুটির বক্তব্যের মধ্যে সিদ্ধান্তের বক্তব্যকে আবদ্ধ থাকতে হয়। তাই একথা বলা হয়, ন্যায় অনুমানের সিদ্ধান্তে আমরা এমন কোন নতুন বিষয় প্রকাশ করতে পারি না,যা যুক্তি বাক্যের মধ্যে নেই।।
নিরপেক্ষ ন্যায় আকার মতো সত্যতার অনুসরণঃ-
নিরপেক্ষ ন্যায় একটি অবরোহ মূলক অনুমান বলেই, নিরপেক্ষ ন্যায় শুধুমাত্র অনুমানের আকার গত সত্যতা নিয়েই আলোচনা করে। অনুমানের বস্তুগত সত্যতা নিয়ে নিরপেক্ষ ন্যায় আলোচনা করো না। অর্থাৎ এক্ষেত্রে যুক্তি বাক্যের সিদ্ধান্ত বাক্যটি আকার গত ভাবে যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয়েছে কিনা, তা বিচার করাই হলো ন্যায় অনুমানের মূল কাজ। সিদ্ধান্তটি বস্তুগতভাবে বা বাস্তব ক্ষেত্রে সত্য হবে কিনা, তার প্রতি এখানে কোনো নজর দেওয়া হয় না। যে কোনো অবরোহ অনুমানের কাজ হল আকার গত সত্যতাকে প্রতিস্থাপন করা, বস্তুগত সত্যতাকে নয়।।
উদাহরণ -
• সকল খেলোয়াড় হয় পরিশ্রমী (A) (প্রধান যুক্তিবাক্য।)
• বাইচুং হয় খেলোয়াড় (A) (অপ্রধান যুক্তিবাক্য।)
• সুতরাং, বাইচুং হয় পরিশ্রমী (A) ( সিদ্ধান্তবাক্য।)
Tags : উচ্চ মাধ্যমিক দর্শন পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণী দর্শন পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | WBCHSE Class 12 Philosophy Questions Answers | নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের প্রশ্ন উওর