আজকের এই ব্লগের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক দর্শন পঞ্চম অধ্যায় বা দ্বাদশ শ্রেণী দর্শন পঞ্চম অধ্যায় (WBCHSE Class 12 Philosophy Questions Answers Chapter 5) নিরপেক্ষ ন্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "ন্যায় অনুমানের সংস্থান কাকে বলে? || সংস্থান কত প্রকার এবং কি কি? " এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
আজকের বিষয়:-
• সংস্থান কাকে বলে?
• সংস্থান কত প্রকার এবং কি কি?
• প্রথম সংস্থান কাকে বলে?
• দ্বিতীয় সংস্থান কাকে বলে?
• তৃতীয় সংস্থান কাকে বলে?
• চতুর্থ সংস্থান কাকে বলে?
• সংস্থান কত প্রকার এবং কি কি?
• প্রথম সংস্থান কাকে বলে?
• দ্বিতীয় সংস্থান কাকে বলে?
• তৃতীয় সংস্থান কাকে বলে?
• চতুর্থ সংস্থান কাকে বলে?
ন্যায় অনুমানের সংস্থান কাকে বলে? || সংস্থান কত প্রকার এবং কি কি?
উওরঃ ন্যায় অনুমানের ক্ষেত্রে তিনটি পদ থাকে। যথা- সাধ্যপদ,পক্ষপথ এবং হেতুপথ। এই হেতু পদের অবস্থান অনুসারে নিরপেক্ষ ন্যায় অনুমানকে চার ভাগে ভাগ করা হয়। এই হেতু হেতুপাদের অবস্থানের ভিত্তিতে নিরপেক্ষ ন্যায়ের ভাগ করাকেই নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলে।
নিরপেক্ষ এর ক্ষেত্রে হেতু পদের অবস্থান অনুসারে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানকে চার ভাগে ভাগ করা হয়। যথা প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান।।
প্রথম সংস্থান কাকে বলে?
যে নিরপেক্ষ ন্যায় অনুমানের ক্ষেত্রে হেতুপদটি প্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় পদে অবস্থান করে, সেই সংস্থানকে প্রথম সংস্থান বলে।।
উদাহরণ -
• সকল ছাত্র হয় নরমপন্থী (A) (প্রধান যুক্তিবাক্য)
• সুশীল হয় ছাত্র (A) (অপ্রধান যুক্তিবাক্য)
• সুতরাং, সুশীল হয় নরমপন্থী (A) (সিদ্ধান্তবাক্য)
• এখানে হেতুপদ হলো, M = ছাত্র।
• এখানে ছাত্র পদটি একবার প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং দ্বিতীয়বার অপ্রধান যুক্তি বাক্যের বিধেয় রুপে অবস্থান করছে।
দ্বিতীয় সংস্থান কাকে বলে?
যে নিরপক্ষ ন্যায়ের ক্ষেত্রে হেতুপদটি প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্য উভয়েরই বিধেয় রুপে অবস্থান করে, তখন তাকে দ্বিতীয় সংস্থান বলে।।
উদাহরণ -
• কোন মানুষ নয় সুখী (E) (প্রধান যুক্তিবাক্য)
• সকল দার্শনিক হয় সুখী (A) (অপ্রধান যুক্তিবাক্য)
• সুতরাং, কোন দার্শনিক নয় মানুষ (E) (সিদ্ধান্তবাক্য)
• এখানে হেতুপদ হলো, M = সুখী।
• এখানে সুখী পদটি প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তি বাক্যে উভয়ের ই বিধেয় রুপে অবস্থান করছে।
তৃতীয় সংস্থান কাকে বলে?
নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে হেতুপদটি প্রধান যুক্তি বাক্য এবং অপ্রধান যুক্তি বাক্য উভয়েরই উদ্দেশ্য পদে অবস্থান করে,তখন সেই প্রকার সংস্থানকে তৃতীয় সংস্থান বলে।।
উদাহরণ -
• সকল ব্যবসায়ী হয় লোভী (A) (প্রধান যুক্তিবাক্য)
• সকল ব্যবসায়ী হয় ধনী (A) (অপ্রধান যুক্তিবাক্য)
• সুতরাং, কোনো কোনো ধনী হয় লোভী (I) (সিদ্ধান্তবাক্য)
• এখানে হেতুপদ হলো, M = ব্যবসায়ী।
• এখানে সুখী পদটি প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তি বাক্যে উভয়ের ই উদ্দেশ্য রুপে অবস্থান করছে।
চতুর্থ সংস্থান কাকে বলে?
যে নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে হেতুপদটি প্রধান যুক্তি বাক্যের বিধেয় এবং অপ্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য পদে অবস্থান করে, তখন সেই প্রকার সংস্থানকে চতুর্থ সংস্থান বলে।।
উদাহরণ -
• সকল কবি হয় দার্শনিক (A) (প্রধান যুক্তিবাক্য)
• কোনো দার্শনিক নয় বৈজ্ঞানিক (E) (অপ্রধান যুক্তিবাক্য)
• সুতরাং, কোনো বৈজ্ঞানিক নয় কবি (E) (সিদ্ধান্তবাক্য)
• এখানে হেতুপদ হলো, M =দার্শনিক।
• এখানে দার্শনিক পদটি একবার প্রধান যুক্তিবাক্যের বিধেয় এবং দ্বিতীয়বার অপ্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য পদে অবস্থান করছে।
ধন্যবাদ।। আরও পড়ে দেখো👇👇