আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় অথবা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ (Organs Of The Government ) এর এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25+ MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভিন্ন বিভাগের দ্বিতীয় ভাগে আরও কিছু MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের MCQ || ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর
1. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে, এমন একটি রাষ্ট্রের নাম হল—
• ভারত
• চিন
• ইংল্যান্ড
• USA
• উওর : চিন
2. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল-
• লোকসভা
• রাজ্যসভা
• সিনেট
• জনপ্রতিনিধিসভা
• উওর :- সিনেট
3. “পার্লামেন্ট একটি ক্রীড়নকমাত্র” বলেছেন-
• মুসোলিনি
• ফ্রাঙ্কো
• হিটলার
• বিসমার্ক
• উওর :- মুসোলিনি
4. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগের ওপর রয়েছে, সেটি হল-
• আইন বিভাগ
• বিচার বিভাগ
• শাসন বিভাগ
• বিদেশ মন্ত্রক
• উওর :- বিচার বিভাগ
5. আইনসভার জননী বলা হয়-
• ব্রিটিশ পার্লামেন্টকে
• মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে
• ভারতের পার্লামেন্টকে
• ফরাসি পার্লামেন্টকে
• উওর :- ব্রিটিশ পার্লামেন্টকে
6. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়-
• মার্কিন যুক্তরাষ্ট্রে
• ফ্রান্সে
• রাশিয়াতে
• ব্রিটেনে
• উওর :- ব্রিটেনে
7. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল-
• জনপ্রতিনিধি সভা
• লোকসভা
• বিধানসভা
• সিনেট
• উওর :- জনপ্রতিনিধি সভা
9. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়-
• কংগ্রেস
• ডুমা
• পার্লামেন্ট
• মজলিজ
• উওর :- কংগ্রেস
10. কোন্ দেশের আইনসভার উচ্চকক্ষ সমপ্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত?
• ভারত
• ব্রিটেন
• মার্কিন যুক্তরাষ্ট্র
• সুইটজারল্যান্ড
• উওর :- মার্কিন যুক্তরাষ্ট্র
11. এককক্ষবিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম লেখো।
• বেন্থাম
• লর্ড ব্রাইস
• জন স্টুয়ার্ট মিল
• লেকি
• উওর :- বেন্থাম
12. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম লেখো।
• বোম
• আবে সিঁয়ে
• ল্যাঙ্কি
• লেকি
• উওর :- লেকি
13. আইন বিভাগ এবং শাসন বিভাগ সমান ক্ষমতাসম্পন্ন হয় কীরূপ শাসনব্যবস্থায়?
• সংসদীয়
• রাষ্ট্রপতি শাসিত
• এককেন্দ্রিক
• সমাজতান্ত্রিক
• উওর :- রাষ্ট্রপতি শাসিত
14. কোন্ দেশের আইনসভা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে?
• ব্রিটেন
• সুইটজারল্যান্ড
• ভারত
• ফ্রান্স
• উওর :- সুইটজারল্যান্ড
15. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম-
• রাজ্যসভা
• আইনসভা
• লোকসভা
• পার্লামেন্ট
• উওর :- লোকসভা
16. ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম-
• লোকসভা
• রাজ্যসভা
• পার্লামেন্ট
• সংসদ
• উওর :- রাজ্যসভা
16. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম-
• কংগ্রেস
• সিনেট
• হাউস অব রিপ্রেজেন্টেটিভ
• পার্লামেন্ট
• উওর :- হাউস অব রিপ্রেজেন্টেটিভ
18. ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম-
• লর্ডসভা
• সিনেট
• কমন্স সভা
• জনপ্রতিনিধি সভা
• উওর :- কমন্স সভা
19. ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম-
• সিনেট
• জাতীয় সভা
• জনপ্রতিনিধিসভা
• কোনোটিই নয়
• উওর :- সিনেট
20. ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম-
• হাউস অব লর্ডস
• জাতীয় সভা
• সিনেট
• কমন্স সভা
• জনপ্রতিনিধিসভা
• উওর :- জাতীয় সভা
21. রাশিয়ার আইনসভা
• এককক্ষবিশিষ্ট
• দ্বিকক্ষবিশিষ্ট
• এককক্ষ ও দ্বিকক্ষ উভয়ই
• কোনোটিই নয়
• উওর :- দ্বিকক্ষবিশিষ্ট
22. আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচন পদ্ধতি দেখা যায়—
• সুইটজারল্যান্ডে
• মার্কিন যুক্তরাষ্ট্রে
• ভারতে
• ব্রিটেনে
23. আইনবিভাগের উচ্চকক্ষ দেশের সর্বোচ্চ আপিল আদালতের কাজ করে-
• ভারতে
• ব্রিটেনে
• কানাডায়
• মার্কিন যুক্তরাষ্ট্র
• উওর :- মার্কিন যুক্তরাষ্ট্র
24. চিনের আইনবিভাগের নাম হল-
• ডায়েট
• কংগ্রেস
• পার্লামেন্ট
• জাতীয় গণকংগ্রেস
• উওর :- জাতীয় গণকংগ্রেস
25. যে শাসনব্যবস্থায় আইনবিভাগ শাসনবিভাগকে নিয়ন্ত্রণ করে-
• সংসদীয়
• এককেন্দ্রিক
• যুক্তরাষ্ট্রীয়
• রাষ্ট্রপতি শাসিত
• উওর :- সংসদীয়
26. এককক্ষ বিশিষ্ট আইন সভার সমর্থক হলেন-
• হ্যারল্ড ল্যাস্কি
• লর্ড ব্রাইস
• জন স্টুয়ার্ট মিল
• হেনরি মেইন
• উওর :- হ্যারল্ড ল্যাস্কি
ধন্যবাদ।।