উচ্চমাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023 || WB Class 12 Bengali MCQ Questions Answers

0

 

উচ্চমাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023 || WB Class 12 Bengali MCQ Questions Answers
উচ্চমাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023

আজকের এই ব্লগের মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণির বাংলা বিভিন্ন অধ্যায় বা উচ্চ মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু Bangla MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।। পরবর্তীকালে এরকম আরও দ্বাদশ শ্রেণির বাংলা MCQ প্রশ্ন উওর তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।।

উচ্চমাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023 || WB Class 12 Bengali MCQ Questions Answers 

সঠিক বিকল্পটি নির্বাচন করো

১.১ উচ্ছবের মেয়ের নাম- 

(ক) রাধা

(খ) চন্দনা

(গ) চন্নুনী

(ঘ) চন্ননা

উওর : চন্নুনী


১.২ “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লাইলাহা ইল্লাল্ল বলছে!" - কথাটি বলেছে

(ক) মোল্লা সাহেব

(খ) করিম ফরাজি

(গ) ফজলু দেখ

(ঘ) দোকানদার

উওর :- ফজলু দেখ


১.৩ বুড়ির মরার খবর প্রথম দেওয়া হল -

(ক) মোল্লা সাহেবকে।

(খ) চৌকিদারকে

(গ) সরা বাউরিকে

(ঘ) পঞ্চায়েত প্রধানকে

উওর :- চৌকিদারকে


১.৪ লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে-

(ক) বড়ো পিসিমা

(খ) বাসিনী

(গ) মেজো বউ

(ঘ) বড়ো বউ

উওর :- বড়ো বউ


১.৫ “সবে বাস থেকে নেমেছেন -

(ক) মোল্লা সাহেব

(খ) নিবারণ বাগদি

(গ) ভট্টচামশাই

(ঘ) চৌকিদার

উওর :- ভট্টচামশাই


১.৬ সে কখনও করে না—

(ক) ঘৃণা

(খ) আঘাত

(গ) বিশ্বাসঘাতকতা

(গ) বঞ্চনা

উওর :- বঞ্চনা


১.৭ নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে—

(ক) পুলের নীচে

(খ) জঙ্গলে

(গ) মাঠের ধারে

(ঘ) নদীর ধারে

উওর :- জঙ্গলে


.১.৮ অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয়—

(ক) রাতের আকাশে 

(গ) সন্ধ্যার জলস্রোতে 

(গ) অন্ধকারে ধূসর ফেনায় 

(ঘ) গলিত সোনায়

উওর :- সন্ধ্যার জলস্রোতে 


১.৯ “শাহজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?"-- কোন নাটকের সংলাপ?

(ক) জনা

(খ) নূরজাহান

(গ) মেবার পতন

(ঘ) রিজিয়া

উওর :- রিজিয়া


১.১০ “যেমন রবিঠাকুরকে মেনেছিল।”-রবি ঠাকুরকে প্রথমে কারা মেনেছিল ?

(ক) দেশবাসী

(খ) সাহেবরা

(গ) গ্রামের লোকেরা

(ঘ) শহরের ইংরেজি শিক্ষিতরা

উওর :- সাহেবরা


অথবা, 


“ভয়ে চিৎকার করে পিছিয়ে যান”-কে ভয় পেয়েছিলেন?

(ক) কালীনাথ

(খ) রজনীবাবু

(গ) রামব্রীজ

(ঘ) থিয়েটারের মালিক

উওর :- রজনীবাবু


১.১১ “তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব।”-বলেছিলেন 

(ক) কনস্টেবল 

(খ) সায়েন্টি

(গ) নায়ক 

(ঘ) অমর

উওর :- কনস্টেবল


১.১২ “এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই”—এ কথা বলেছিলেন 

(ক) কালীকান্ত

(খ) রজনীকান্ত

(গ) কালীনাথ

(ঘ) রামব্রীজ

উওর :- কালীকান্ত


অথবা, 


"ওঃ দাতা কর্ণ যে।"-কাকে দাতা কর্ণ বলা হয়েছে?

(ক) শম্ভু মিত্রকে

(খ) অমর গালিকে

(গ) তৃপ্তি মিত্রকে

(ঘ) সার্জেন্টকে

উওর :- অমর গালিকে


১.১৩ হাসান আব্দালের বর্তমান নাম কী?

(ক) হাসান সাহেব

(খ) নানক সাহেব

(ঘ) পাঞ্জা সাহেব

(ঘ) বলী সাহেব

উওর :- পাঞ্জা সাহেব


অথবা,


থিবসের দরজা ছিল

(ক) এক হাজারটি

(খ) সাতটি

(গ) সাতাশটি

(ঘ) সতেরোটি

উওর :- সাতটি


১.১৪ 'বোস কেমিক্যালস'-এর প্রতিষ্ঠাতা— 

(ক) প্রফুল্লচন্দ্র রায় 

(খ) মেঘনাদ সাহা

(গ) সত্যেন্দ্রনাথ বসু 

(ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য

উওর :- প্রফুল্লচন্দ্র রায় 


১.১৫ বিখ্যাত 'গণেশ জননী' ছবিটি কার আঁকা ?

(ক) নন্দলাল বসু

(খ) যামিনী রায়

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) চিন্তামণি কর

উওর :- যামিনী রায়


১.১৬ 'কোমল গান্ধার' যার পরিচালিত ছায়াছবি -

(ক) সত্যজিৎ রায়। 

(খ) মৃণাল সেন।

(গ) তপন সিনহা

(ঘ) ঋত্বিক ঘটক।

উওর :- ঋত্বিক ঘটক।


১.১৭ ভাষার সবচেয়ে ছোটো অর্থপূর্ণ একক হল—

(ক) ধ্বনি

(খ) শব্দ

(গ) পদ

(ঘ) রূপ

উওর :- রূপ


১.১৮ 'Syntax' কথাটি এসেছে

যে ভাষা থেকে, সেটি হল-

(ক) গ্রিক ভাষা

(খ) লাতিন ভাষা 

(গ) জার্মান ভাষা

(ঘ) হিব্রু ভাষা

উওর :- গ্রিক ভাষা


ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top