WB Class 12 History Questions Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নোওর 2023

0

 

WB Class 12 History Questions Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নোওর 2023
WB Class 12 History Questions Answers In Bengali 


আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা Modern Indian History বা আধুনিক ভারতের ইতিহাস থেকে ইতিহাস জি.কে প্রশ্ন উওর হিসেবে (History GK Question Answers In Bengali) তোমাদের সঙ্গে WBCHSE Class 12 History or WBBSE Class 10 History থেকে Most Important 20+ History GK Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History GK Question Answers বা ইতিহাস জিকে প্রশ্ন উওর গুলো মাধ্যমিক ইতিহাস, উচ্চমাধ্যমিক ইতিহাস ছাড়াও বিভিন্ন Competitive Exams,Online Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

WB Class 12 History Questions Answers In Bengali || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নোওর 2023


(i) রাজতরঙ্গিণী রচনা করেন—

(a) কৌটিলা

(b) কালিদাস

(c) কলহন

(d) কালিদাস

উওর : (c) কলহন


(ii) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? 

(a) লন্ডনে

(b) ব্রাসেলসে 

(c) প্যারিসে

(d) ফ্লোরেন্সে

উওর :- (c) প্যারিসে


(iii) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল-

(a) কথোপকথন

(b) জনশ্রুতি

(c) শ্রুতিনাটক

(d) বক্তৃতা

উওর :- (b) জনশ্রুতি


(iv) ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার—

(a) রমেশচন্দ্র মজুমদার 

(b) জেমস মিল 

(c) রামশরণ শর্মা

(d) ফ্লোরেন্সে

উওর :- (a) রমেশচন্দ্র মজুমদার 


(v) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

ক স্তম্ভ খ স্তম্ভ
ফারুকশিয়ারের ফরমান             ১৭৭৩ খ্রিষ্টাব্দ
পিটের ভারত শাসন আইন ১৭১৭ খ্রিষ্টাব্দ
রেগুলেটিং অ্যাক্ট ১৭৬৫ খ্রিষ্টাব্দ
কোম্পানির দেওয়ানি লাভ ১৭৮৪ খ্রিষ্টাব্দ

বিকল্পসমূহ :-

(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C

(b) (i)-C, (ii)-B, (iii)-D, (iv) A 

(c) (i) D, (ii) C, (iii)- A, (iv)-B

(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

উওর :- (a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C


(vi) ভারতে রেলপথের প্রথম সূচনা করেছিলেন-

(a) ডালহৌসি

(b) হেস্টিংস

(c) কর্নওয়ালিশ

(d) ক্লাইভ

উওর :- (a) ডালহৌসি


(vii) ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে—

(a) 1757 খ্রিস্টাব্দে 

(b) 1759 খ্রিস্টাব্দে

(c) 1840 খ্রিস্টাব্দে

(d) 1842 খ্রিস্টাব্দে

উওর :- (d) 1842 খ্রিস্টাব্দে


(viii) 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল-

(a) সমাচার দর্পণ 

(b) তত্ত্ববোধিনী

(c) হিন্দু প্যাট্রিয়ট

(d) সোমপ্রকাশ

উওর :- (a) সমাচার দর্পণ 


(ix) তুয়াৎ-উল-মুয়াহিদ্দিন প্রশ্নটি রচনা করেন-

(a) ডিরোজিয়ো

(b) কেশবচন্দ্র সেন 

(c) রামমোহন রায়

(d) দয়ানন্দ সরস্বতী

উওর :- (c) রামমোহন রায়


(x) চিনের ওপর 'একুশ দফা দাবি আরোপ করেছিল- 

(a) আমেরিকা

(b) জাপান 

(c) ফ্রান্স

(d) ইংল্যান্ড

উওর :- (b) জাপান 


(xi) রাওলাট কমিশনের অপর নাম ছিল—

(a) সাইমন কমিশন 

(b) ওয়াটসন কমিশন

(c) হুইটলি কমিশন

(d) সিডিশন কমিশন

উওর :- (d) সিডিশন কমিশন


(xii) কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে?

(a) অযোধ্যা

(b) হায়দরাবাদ

(c) তাঞ্জোর

(d) সুরাট

উওর :- (b) হায়দরাবাদ


(xiii) ভাইকম সত্যাগ্রহ শুরু করেন—

(a) কেরালা প্রদেশ কংগ্রেস

(b) শ্রীনারায়ণ গুরু

(c) হিন্দু মহাসভা

(d) কেশব মেনন

উওর :- (b) শ্রীনারায়ণ গুরু


(xiv) নৌবিদ্রোহ প্রথম শুরু হয়-

(a) কামেল ব্যারাকে

(b) তলোয়ার জাহাজে

(c) কোমাগাতামারু জাহাজে

(d) আমেরিকান জাহাজে

উওর :- (b) তলোয়ার জাহাজে


(xv) প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক 

দিয়েছিলেন-

(a) মৌলানা আবুল কালাম আজাদ

(b) মোহম্মদ আলি জিন্নাহ্

(c) আগা খান

(d) আব্দুল রসুল

উওর :- (b) মোহম্মদ আলি জিন্নাহ্


(xvi) হিদেকি তোজো রাষ্ট্রপ্রধান ছিলেন—

(a) জাপানের

(b) ইটালির

(c) জার্মানির

(d) চিনের

উওর :- (a) জাপানের


(xvii) শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন—

(a) বীরসালিকাম

(b) শ্রীনারায়ণ গুরু

(c) স্বামী দয়ানন্দ সরস্বতী

(d) স্বামী বিবেকানন্দকে

উওর :- (c) স্বামী দয়ানন্দ সরস্বতী


(xviii) 'আধুনিক ভারতের ইরাসমাস' বলা হয়

(a) গোপালহরি দেশমুখকে 

(b) শ্রীশ্রীরামকৃষ্ণদেব

(c) রাজা রামমোহন রায়কে

(d) স্বামী বিবেকানন্দকে

উওর :- (c) রাজা রামমোহন রায়কে


(xix) হিন্দু কলেজের বর্তমান নাম হল- 

(a) বিদ্যাসাগর কলেজ

(b) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

(c) ভিক্টোরিয়া কলেজ

(d) বিশপ কলেজ

উওর :- (b) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 


(x) সান-মিন-চু প্রতিষ্ঠা করেন—

(a) মাও-সে-তুং

(b) সান-ইয়াত-সেন 

(c) চিয়াং-কাই-শেক

(d) কাং-ই

উওর :- (b) সান-ইয়াত-সেন 


(xxi) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন—

(a) জওহরলাল নেহরু 

(b) লালা লাজপত রায়

(c) বালা শাধর তিলক 

(d) সুভাষচন্দ্র বসু

উওর :- (b) লালা লাজপত রায়


(xxii) ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন— 

(a) ড. রাজেন্দ্র প্রসাদ

(b) ড. বি আর আম্বেদকর

(c) ড. কে এম মুনশি

(d) মৌলানা আবুল কালাম আজাদ

উওর :- (a) ড. রাজেন্দ্র প্রসাদ


(xxiii) 'লর্ড সিনহা' নামে পরিচিত ছিলেন—

(a) স্যার কিষাণ সিংহ

(b) ব্যারিস্টার সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 

(c) ক্যাপটেন অমরিন্দর সিংহ

(d) কিশোরীলাল গোস্বামী

উওর :- (b) ব্যারিস্টার সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 


(xxiv) প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি?

(a) কমিউনিস্ট পার্টি 

(b) হিন্দু মহাসভা

(c) মুসলিম লিগ

(d) জাতীয় কংগ্রেস

উওর :- (d) জাতীয় কংগ্রেস


Tags : 

ইতিহাস জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ইতিহাস gk | Madhyamik History GK | WBCHSE Class 12 History GK | Class 10 History GK Question Answers | Class 12 History GK Question Answers | history gk for competitive exam | history important gk question answers for competitive exams | modern Indian history questions for competitive exams | history gk for competitive exam | indian history gk questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top