ফারুকশিয়ারের ফরমান কি? |
প্রশ্নঃ ফারুকশিয়ারের ফরমান কি? || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর
উওরঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অতিরক্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করার জন্য জন সুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পাঠায়। সেখানে ফারুক শিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে একটি ফরম্যান জারি করেছিলেন যা ফারুকশিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। মুঘল সম্রাট ফারুকশিয়ার তার এই দস্তক বা ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় অতিরিক্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা দিয়েছিল। ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক ৩০০০ টাকা টাকার বিনিময়ে বাংলায় বিনাশুল্কে কে বাণিজ্য করার অধিকার এবং সাথে অন্যান্য কিছু অধিকার পেয়েছিল।। • অন্ধকূপ হত্যা কী?