প্রশ্নঃ শত দিবসের সংস্কার বলতে কী বোঝায়? || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023
উওরঃ ঊনবিংশ শতকে শেষ দিকে চীনের কিছু বুদ্ধিজীবী মানুষ এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে,চীনের ক্রমে পিছিয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ ছিল চিনর প্রাচীনপন্থী কনফুসীয় আদর্শ। তারা এটাও উপলব্ধি করতে পেরেছিলেন যে, চীনের অগ্রগতির জন্য প্রয়োজন শিক্ষা এবং সামাজিক সংস্কার। এই সময় চীনে পাশ্চাত্য শিক্ষা এবং সংস্কৃতির হাওয়া বইতে শুরু করলে তাদের মধ্যে এই ভাবধারার জন্ম হয়। চীনের শিক্ষা এবং সামাজিক সংস্কারের জন্য কয়েকজন বুদ্ধিজীবী মানুষ এগিয়ে আসেন। এই সময় কাই ইউ ওয়ে নামক একজন বুদ্ধিজীবী চীনের প্রায় ১৩০০০ বুদ্ধিজীবী স্বাক্ষর যুক্ত একটি আবেদন পত্র ১৮৯৫ খ্রিস্টাব্দের ২ ই মে চীনের সম্রাটের কাছে জমা দেন। বুদ্ধিজীবীরা এই সংস্থানের দাবির সমর্থনের সমগ্র চিনে আন্দোলন গড়ে তোলেন। আধুনিক সংস্কারের স্বপক্ষে চীনের প্রচুর পাঠ্যচক্র গড়ে ওঠে। চীনের সম্রাট কোয়াংশু এই শিক্ষা এবং সামাজিক সংস্কারের দাবি মেনে নেন এবং এক নতুন কর্মসূচি ঘোষণা করেন। ১৮৯৮ খ্রিস্টাব্দের এই সংস্কার "শত দিবসের সংস্কার"নামে পরিচিত।।