তিন আইন কাকে বলে? || ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার মূলক আন্দোলন

0

 

তিন আইন কাকে বলে? || ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার মূলক আন্দোলন

তিন আইন কাকে বলে? বা সিভিল ম্যারেজ অ্যাক্ট কী? 

উওর : ১৮৫০ খ্রিস্টাব্দে বা ৮৩০ খ্রিস্টাব্দের রামমোহন রায়ের যে ব্রাহ্ম সভা বা ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্রাহ্মসমাজের তরুণ নেতা কেশব চন্দ্র সেন সহ সমগ্র ব্রাহ্মসমাজের মূল উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার। এজন্য তারা বিভিন্ন সমাজ সংস্কার মূলক আন্দোলন গড়ে তুলেছিলেন। কেশব চন্দ্র সেনের নেতৃত্বে যে সমাজ সংস্কার আন্দোলন সবচেয়ে তীব্র ছিল,সেটা ছিল হিন্দু সমাজে প্রচলিত বহুবিবাহ,বাল্যবিবাহ, অসবর্ণ বিবাহ ইত্যাদি। সমাজ থেকে এই সমস্ত কুপ্রথা দূর করার জন্য ব্রাহ্ম সমাজ তীব্র আন্দোলন গড়ে তোলে। ব্রাহ্ম সমাজের এই তীব্র আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে সিভিল ম্যারেজ অ্যাক্ট অথবা তিন আইন পাস করে। ব্রিটিশ সরকারের এই সিভিল ম্যারেজ অ্যাক্ট বা তিন আইন পাশের মাধ্যমে বাংলায় বা ভারতে বহুবিবাহ,বাল্যবিবাহ, অসবর্ণ বিবাহ ইত্যাদি বন্ধ হয়েছিল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top