অবশিল্পায়ন বলতে কী বোঝায় বা কাকে বলে? এর কারণ কী ছিল || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023

0

 

অবশিল্পায়ন বলতে কী বোঝায় বা কাকে বলে? এর কারণ কী ছিল || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023


প্রশ্নঃ অব শিল্পায়ন কাকে বলে? 

উওরঃ খুব সহজভাবে অব শিল্পায়ন বলতে শিল্পের অগ্রগতি রোধ বা শিল্পের বিপরীত অবস্থাকে বোঝায়। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কার্যকলাপে ভারতীয় ভারতীয় শিল্পীদের যে শিল্পের বা বাণিজ্যের অগ্রগতি রোধ হয়েছিল, তাই মূলত অবশিল্পায়ন নামে পরিচিত।।

ভারতে এই অবশিল্পায়নের কয়েকটি উল্লেখযোগ্য কারণের মধ্যে ছিলঃ- 

• ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করতো। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোন ইউরোপীয় বাণিজ্যিক শক্তি বা ভারতীয় বণিক সম্প্রদায় সেভাবে বাণিজ্য করার কোন সুযোগ সুবিধা পেত না।

• ব্রিটিশ শিল্পপতিদের মধ্যে চাপে পড়ে ব্রিটিশ পার্লামেন্ট ১৭০০ খ্রিস্টাব্দের পর বিভিন্ন আইন জারি করে বিভিন্ন দেশের পণ্যদ্রব্য ইংল্যান্ডের রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ভারতীয় শিল্পপতিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

• ভারতের অবশিল্পায়নের শিল্পায়নের আরো একটি প্রধান কারণ হলো ভারতীয় শিল্পপতিরা যখন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বা শিল্প পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত, তখন তাদের প্রচুর পরিমাণে বাণিজ্যিক শুল্ক দিতে হতো। ফলে সেই শুল্কের পরিমাণ সবসময়ই তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো।

• ভারতে অব শিল্পায়নের আরো একটি প্রধান কারণ ছিল বাণিজ্যের ক্ষেত্রে অসম শুল্কনীতি। ভারতে বাণিজ্য করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কম শুল্ক দিতে হতো। কিন্তু ভারতীয় বণিকদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে শুল্ক সরকারকে দিতে হতো। যার ফলে অনেক শিল্পপতি তাদের কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেন। এবং এভাবে ভারতে অব শিল্পায়ন ঘটে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top