কলকাতা হত্যাকাণ্ড কী? || Great Calcutta Killing |
কলকাতা হত্যাকাণ্ড কী? || Great Calcutta Killing || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023
কলকাতা হত্যাকাণ্ড বিষয়টি ১৯৪৬ খ্রিস্টাব্দের মুসলিম লীগের মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবির সঙ্গে যুক্ত। ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতছাড়ো আন্দোলনের পর এবং ১৯৪৬ খ্রিস্টাব্দের মন্ত্রী মিশনের পর মন্ত্রী মিশন যখন ভারতে একটি সর্বদলীয় অন্তবর্তী সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করে, তখন মুসলিম লীগ সেই প্রস্তাবের বিরোধিতা করে তাদের নিজস্ব পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি বজায় রাখে। কিন্তু মুসলিম লীগের এই দাবিতে সায় না দিয়ে যখন বড়লাট লর্ড ওয়াভেল জাতীয় স্তরের কংগ্রেস নেতা জহরলাল নেহেরুকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানায়, তখন মুসলিম লীগ এতে ক্ষিপ্ত হয় এবং মুসলিম লীগ এর বিরোধিতা করতে প্রত্যক্ষ সংগ্রাম বা Direct Action এর ডাক দেয়।।
কলকাতা হত্যাকাণ্ড বা Great Calcutta Killing
মুসলিম লীগ তাদের পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে অনুরোধ থাকায় তারা বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে তীব্র দাঙ্গা হাঙ্গামা সরকারের প্রত্যক্ষ প্ররোচনায় পুলিশ এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেয় এবং এই পরিস্থিতিতে তারা কলকাতায় পারসেন্ট ধরে ব্যাপক হারে দাঙ্গা লুণ্ঠন দর্শন এবং হত্যাকাণ্ডের চালাতে থাকে। বাংলায় এই হত্যাকাণ্ড চালানোর সময় তাদের কথা ছিল" লড়াই করেই পাকিস্তান নেব"। ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত মুসলিম লীগের মুসলিম সদস্যদের দ্বারা বাংলায় চলা সেই হত্যাকাণ্ড এবং ধ্বংসলীলাই কলকাতা হত্যাকাণ্ড বা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত।।
ইংরেজ ঐতিহাসিক মোসলে লিখেছেন যে, ওই কয়েকদিন কলকাতার ৬ হাজার লোক ছোরা, বন্দুক, লাঠি বা অগ্নিদাহে নিহত হয় এবং ২০ হাজার নারী ধর্ষিত ও বিকলাঙ্গ হয়। মৌলানা আবুল কালাম আজাদ তাঁর ইন্ডিয়া উইনস ফ্রিডম'-এ লিখেছেন, “সমগ্র কলকাতা শহরে যখন নারী-পুরুষ খুন হচ্ছিল তখন পুলিশ ও মিলিটারি নীরবে দাঁড়িয়েছিল।”