গ্যারান্টি প্রথা বা ব্যবস্থা কী? || ভারতে রেলপথ স্থাপন || উচ্চমাধ্যমিক ইতিহাস

0


গ্যারান্টি প্রথা বা ব্যবস্থা কী? || ভারতে রেলপথ স্থাপন || উচ্চমাধ্যমিক ইতিহাস
গ্যারান্টি প্রথা বা ব্যবস্থা কী? || ভারতে রেলপথ স্থাপন


ভারতের রেলপথ তৈরির জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেল কোম্পানিগুলোকে উৎসাহিত করার জন্য তাদের সামনে বিভিন্ন সুযোগ-সুবিধা রেখেছিল। ভারতের রেল পথ স্থাপনের জন্য রেল কোম্পানিগুলোকে প্রদান করার বিভিন্ন সুযোগ-সুবিধাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। 

গ্যারান্টি ব্যবস্থায় বলা হয়েছিল যে - 

প্রথমত- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ স্থাপনের জন্য কোম্পানিগুলোকে বিনামূল্যে জমি দেবে। 

দ্বিতীয়- কোম্পানিগুলির বিনিয়োগ করা মূলধনের ওপর বার্ষিক পাঁচ শতাংশ সুদ হারে দেবে।

তৃতীয়ত- সুদ পরিষদের পর লাভাংশ্য সরকার এবং কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

চতুর্থত- ৩০ থেকে ৫০ বছর পর সরকার ইচ্ছা করলে রেলপথ গুলি ক্রয় করতে পারবে। 

ভারতে রেলপথ স্থাপন ও দুর্নীতিঃ-

গ্যারান্টি ব্যবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে রেল কোম্পানিগুলোকে এত সুযোগ সুবিধা দেওয়া হলে গ্যারান্টি ব্যবস্থা অনুসারে ১৮৪৯ থেকে ১৮৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রেলপথ নির্মাণ সম্ভব হয়েছিল এর মাধ্যমে ১৮৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রায় 4255 মাইল পর্যন্ত নির্মিত হয় কিন্তু অল্প দিনের মধ্যে গ্যারান্টি অবস্থায় প্রচুর দুর্নীতি দেখা যায় অনেক বেশি টাকা খরচ করতে থাকে এবং তাদের বার্ষিক হিসেবে দেখায় রেলপথ নির্মাণের জন্য প্রায় ১৬ হাজার পাউন্ড ভারতের রাজস্ব থেকে এই ঘাট্টি মেটে না তো এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এই গ্যারান্টি ব্যবস্থা কোম্পানি কিছুদিনের জন্য কোম্পানি নিজের হাতেই তুলে নেয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top