কিছু উল্লেখযোগ্য প্রাচীন ও আধুনিক মিউজিয়ামের তালিকা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর

0

 

কিছু উল্লেখযোগ্য প্রাচীন ও আধুনিক মিউজিয়ামের তালিকা || উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ও আধুনিক কালের বিভিন্ন মিউজিয়াম বা জাদুঘরের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ এই জায়গাটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইত্যাদি।


মিউজিয়ামের নাম অবস্থান প্রতিষ্ঠাকাল / সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার সময়কাল
এননি-গালডি-নান্না-র জাদুঘর ইরাকে বা মেসোপটেমিয়ায় ৫৩০ খ্রিষ্ট পূর্বাব্দে।
ক্যাপিটোলাইন মিউজিয়াম রোমে। ১৪৭১ খ্রিষ্টাব্দে।
ভ্যাটিকান ইতালিতে। ১৫০৬ খ্রিষ্টাব্দে।
রয়েল আরমারিজ মিউজিয়াম ইংল্যান্ড ১৬৬০ খ্রিষ্টাব্দে
ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে ১৭৫৩
লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে ১৭৯৩
উফফিজি গ্যালারি ফ্লোরেন্স ১৭৬৫ খ্রিষ্টাব্দে
অ্যাসমোলিয়ান মিউজিয়াম ইংল্যান্ড ১৬৭৭ খ্রিষ্টাব্দে
ভারতীয় জাদুঘর ভারতে ১৮১৪
আমেরব্যাখ ক্যাবিনেট বাসেল ___

আরও পড়ে দেখো👇

দ্বাদশ শ্রেণির ইতিহাস জাদুঘর সংক্রান্ত প্রশ্ন উওর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top