উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ও আধুনিক কালের বিভিন্ন মিউজিয়াম বা জাদুঘরের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ এই জায়গাটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইত্যাদি।
মিউজিয়ামের নাম | অবস্থান | প্রতিষ্ঠাকাল / সর্ব সাধারণের জন্য খুলে দেওয়ার সময়কাল |
---|---|---|
এননি-গালডি-নান্না-র জাদুঘর | ইরাকে বা মেসোপটেমিয়ায় | ৫৩০ খ্রিষ্ট পূর্বাব্দে। |
ক্যাপিটোলাইন মিউজিয়াম | রোমে। | ১৪৭১ খ্রিষ্টাব্দে। |
ভ্যাটিকান | ইতালিতে। | ১৫০৬ খ্রিষ্টাব্দে। |
রয়েল আরমারিজ মিউজিয়াম | ইংল্যান্ড | ১৬৬০ খ্রিষ্টাব্দে |
ব্রিটিশ মিউজিয়াম | লন্ডনে | ১৭৫৩ |
লুভর মিউজিয়াম | ফ্রান্সের প্যারিসে | ১৭৯৩ |
উফফিজি গ্যালারি | ফ্লোরেন্স | ১৭৬৫ খ্রিষ্টাব্দে |
অ্যাসমোলিয়ান মিউজিয়াম | ইংল্যান্ড | ১৬৭৭ খ্রিষ্টাব্দে |
ভারতীয় জাদুঘর | ভারতে | ১৮১৪ |
আমেরব্যাখ ক্যাবিনেট | বাসেল | ___ |