ভারতের বিভিন্ন সীমান্তরেখার নামের তালিকা || WB Class 10 Geography Question Answers

0

 

ভারতের বিভিন্ন সীমান্তরেখার নামের তালিকা || WB Class 10 Geography Question Answers


আজকে ব্লকের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় বা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বিভিন্ন সীমান্ত রেখার নামের তালিকা তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যেমন - ভারত ও চীনের সীমারেখার নাম কি? ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কি অথবা ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলে? ইত্যাদি।

 
দেশের নাম সীমান্তরেখার নাম সময় / সাল
ভারত ও আফগানিস্তান ডুরাল্ড লাইন ১৮৯৬
ভারত ও চীন ম্যাকমোহন লাইন ১৯১৪
ভারত ও পাকিস্তান র‍্যাডক্লিফ লাইন ১৯৪৭ সাল।
লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে ১৯৪৭ এর পর
২৪ তম প্যারালাল ভারত ও পাকিস্তান __
২৪ তম প্যারালাল ভারত ও পাকিস্তান __
৩৭ তম প্যারালাল ভারত ও মায়ানমার __
তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ ___
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা __


ভারতের সীমানা সংক্রান্ত যে প্রশ্নগুলি মাধ্যমিক বারবার আসে সেগুলি হল- 

1- ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? 

উওর : র‍্যাডক্লিফ লাইন। 


2- ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখার নাম কি? 

উওর : ডুরান্ড লাইন। 


3- ভারতের ও চীনের সীমারেখার নাম কি? উওর : ম্যাকমোহন লাইন। 


4- ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত সীমান্ত রেখার নাম কি? 

উওর : তিন বিঘা করিডর। 

5- ভারত ও শ্রীলংকার সীমারেখাকে কি বলে? অথবা ভারত ও শ্রীলংকার সীমারেখার নাম কি? 

উওর : পক প্রণালী।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top