26+ প্রাণী হরমোন সংক্রান্ত প্রশ্ন উত্তর || জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

26+ প্রাণী হরমোন সংক্রান্ত প্রশ্ন উত্তর || জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকে প্রাণী হরমোন সংক্রান্ত 26 টি বেশি WBBSE Class 10 Life Science Or WBBSE Madhyamik Life Science S.A.Q Question Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরিক্ষায় প্রাণী হরমোন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসে। যেমন- কোন হরমোনের অধিকরণের ফলে অতিকায়ত্ত রোগ দেখা যায়? কোন হরমোন থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরনে উদ্দীপিত করে? কোন হরমোন মাতৃদেহে স্তন্দগ্ধ ক্ষরণে সহায়তা করে? ইত্যাদি।


1- ACTH হরমোন এর পুরো নাম কি?

উওর : অ্যাড্রেনো কর্টিকো ট্রপিক হরমোন।

2- কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ দেখা যায়?

উওর : অ্যাড্রেনো কর্টিকো ট্রপিক হরমোনের। 

3- GH হরমোন এর পুরো নাম কি? 

উওর : গ্রোথ হরমোন।

4- STH হরমোন এর পুরো নাম কি?

উওর : সোমাটো ট্রপিক হরমোন।

5- গ্রোথ হরমোনের অপর নাম কি?

উওর : STH বা সোমাটো ট্রপিক হরমোন।

6- কোন হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ দেখা যায়?

উওর : গ্রোথ হরমোন বা সোমাটো ট্রপিক হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ দেখা যায়। 

7- কোন হরমোনের অধিকরণের ফলে অতিকায়ত্ত বা অ্যাক্রেমেগালি রোগ দেখা যায়?

উওর : গ্রোথ হরমোন বা সোমাটো ট্রপিক হরমোনের। 

8- কোন হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং হরমোন ক্ষরনের উদ্দীপিত করে?

উওর : TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

9- কোন হরমোন স্ত্রীদেহে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে?

উওর : ফলিকল স্টিমুলেটিং হরমোন।

10- কোন হরমোন মাতৃদেহে স্তন্দগ্ধ ক্ষরণে সহায়তা করে?

উওর : লিউটো ট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন।।

11- ADH এর পুরো নাম কী? 

উওর : অ্যান্টিডাই ইউরেটিক হরমোন।

12- ADH এর অপর নাম কী? 

উওর : ভেসোপ্রেসিন।

13- ADH এর লক্ষ্য অঙ্গ কী? 

উওর : বৃক্ক।

14- কোন হরমোন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়?

উওর : অক্সিটোসিন।

15- কোন হরমোনের কম ক্ষরণের ফলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়?

উওর : অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণের ফলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়।

16- থাইরক্সিন হরমোন এর প্রধান উপাদান কি?

উওর : আয়োডিন।

17- থাইরক্সিন হরমোনের কম ক্ষনের ফলে শিশুদের কোন রোগ হয়?

উওর : থাইরক্সিন হরমোনের কম ক্ষণের ফলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়।

18- থাইরক্সিন হরমোন এর কম ক্ষরণের ফলে বড়দের কোন রোগ হয়?

উওর : থাইরক্সিন হরমোন এর কম ক্ষরণের ফলে বড়দের মিক্সিডিমা রোগ হয়।

19- কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার রোগ বা গলগন্ড রোগ হয়?

উওর : থাইরক্সিন।

20- কোন কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়?

উওর : অগ্নাশয়ের বিটা কোশ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়।

21- কোন হরমোনের কম ক্ষরণের ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়?

উওর : ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়।

22- কোন হরমোনকে জরুরি কালীন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়?

উওর : অ্যাড্রিনালিন হরমোনকে জরুরি কালীন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়।

23- কোন হরমোনের প্রভাবে পুরুষদের দাড়ি-গোঁফ গজায়?

উওর : টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পুরুষদের দাড়ি-গোঁফ গজায়।

24- কোন হরমোনের প্রভাবে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়? 

উওর : ইস্ট্রোজেন।

25- কোন হরমোন স্ত্রী দেহে আমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে? 

উওর : প্রোজেস্টেরন।

26- কোন হরমোনের প্রভাবে আমাদের ত্বকের লোম বা রোম খাড়া হয়ে যায়?

উওর : অ্যাড্রিনালিন। 

27- কোন পেশীর জন্য ত্বকের লোম বা রোম খাড়া হয়ে যায়?

উওর : অ্যারেক্টোরেস পিলাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top