খেলার ইতিহাস সংক্রান্ত প্রশ্ন উওর || ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর || History Gk Question Answers

0

 

খেলার ইতিহাস সংক্রান্ত প্রশ্ন উওর || ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর || History Gk Question Answers
ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর


আজকে আমরা দশম শ্রেণীর( WBBSE class 10 ) মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বা দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় "ইতিহাসের ধারণার" খেলার ইতিহাস থেকে খেলা সংক্রান্ত Game Related 20+ Most Important History SAQ Question Answers For Class 10 & Competitive Exams তোমাদের সঙ্গে শেয়ার করবো। খেলা সংক্রান্ত অনেক প্রশ্ন বিভিন্ন পরিক্ষায় আসে। যেমন- ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল কারা? পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল ইত্যাদি।

খেলার ইতিহাস সংক্রান্ত প্রশ্ন উওর || ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর || History Gk Question Answers

1- পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি?

উওর : মানাকালা।।

2- ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল কারা?

উওর : ইংরেজরা।।

3- কোন দেশে ফুটবল খেলার জন্ম হয়েছিল?

উওর : চিন দেশে। 

4- কোন খেলার প্রাচীন নাম সু-চু?

উওর : ফুটবল।

5- কবে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উওর : ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।

6- কোথায় সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উওর : গ্রিসের অলিম্পিয়া নগরে।

7- কবে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উওর : ১৮৯৬ খ্রিস্টাব্দে।

8- কার উদ্যোগে আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল?

উওর : ব্যারেন পিয়ের দ্য কুবার্তিন এর উদ্যোগে।

9- কোন দেশে গলফ বা গল্ফ খেলার জন্ম হয়েছিল? 

উওর : স্কটল্যান্ডে। 

10- কবে গলফ বা গল্ফ খেলার জন্ম হয়েছিল?

উওর : ১৭৭০ খ্রিস্টাব্দে।

11- কোন দেশে সর্বপ্রথম টেনিস খেলার সূচনা হয়েছিল?

উওর : ইংল্যান্ডে। 

12- কবে আধুনিক লং টেনিসের জন্ম হয়েছিল?

উওর : ১৮৭০ খ্রিস্টাব্দে।

13- কোন দেশে ক্রিকেটের জন্ম হয়েছিল?

উওর : ইংল্যান্ডে।।

14- কোন খেলা 'খেলার রাজা' নামে পরিচিত?

উওর : ক্রিকেট খেলা 'খেলার রাজা' নামে পরিচিত।

15- কত খ্রিস্টাব্দে নাগাদ আধুনিক ক্রিকেট খেলার জন্ম হয়েছিল?

উওর : ১৭৭০ খ্রিস্টাব্দ নাগাদ।

16- কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল?

উওর : ১৮৭৭ খ্রিষ্টাব্দে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

17- ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয়? 

উওর : ১৭২১ খ্রিষ্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়।

18- মোহনবাগান দল কত খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জিতেছিল? 

উওর : ১৯১১ খ্রিষ্টাব্দে। 

19- কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্ট হিস্ট্রি গড়ে ওঠে?

উওর : ১৯৮২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে।

20- কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব করে ওঠে?

উওর : ১৭৯২ খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে।

21- ১৯১১ সালে মোহন বাগান দলের অধিনায়ক কে ছিলেন?

উওর : শিবদাস ভাদুড়ী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top