উচ্চমাধ্যমিক ইতিহাস- জাদুঘর সংক্রান্ত প্রশ্ন উওর || HS History S.A.Q Question Answer 2023

0

 

উচ্চমাধ্যমিক ইতিহাস- জাদুঘর সংক্রান্ত প্রশ্ন উওর || HS History S.A.Q Question Answer 2023
উচ্চমাধ্যমিক ইতিহাস- জাদুঘর সংক্রান্ত প্রশ্ন উওর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ও আধুনিক কালের বিভিন্ন মিউজিয়াম বা জাদুঘর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ  History S.A.Q Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ এই জায়গাটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইত্যাদি।


1- পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি?

উওর : এননিগালডি-নান্না-র জাদুঘর হলো পৃথিবীর প্রাচীনতম জাদুঘর। 

2- এননিগালডি-নান্না-র জাদুঘর কোথায় অবস্থিত?

উওর : মেসোপটেমিয়ায় বা বতর্মান ইরাকে।

3- দার্শনিক প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : দার্শনিক প্লেটো প্রাচীন এথেন্সে জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন।

4- প্রাচীনকালে গড়ে ওঠা সবচেয়ে উন্নত এবং সর্ব আধুনিক জাদুঘর কোনটি?

উওর : প্রাচীনকালে গড়ে ওঠা সবচেয়ে উন্নত এবং সর্ব আধুনিক জাদুঘর হলো আলেকজান্দ্রিয়ার জাদুঘর।

5- সর্বসাধারণের প্রদর্শনের প্রতিষ্ঠিত সর্বপ্রথম জাদুঘর কোনটি?

উওর : ক্যাপিটোলাইন মিউজিয়াম। 

6- প্রাচীন কোন মিউজিয়ামটিতে সর্বসাধারণের অবাধ প্রবেশাধিকার ছিল?

উওর : ভ্যাটিকান মিউজিয়াম নামক প্রাচীন মিউজিয়ামটিতে সর্বসাধারণের অবাধ প্রবেশাধিকার ছিল।

7- সর্বসাধারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

উওর : রয়েল আরমারিজ। 

8- ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : ১৭৫৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

9- ব্রিটিশ মিউজিয়াম কোথায় অবস্থিত?

উওর : ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে অবস্থিত।

10- ব্রিটিশ মিউজিয়াম কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল?

উওর : ব্রিটিশ মিউজিয়াম ১৭৫৯ খ্রিস্টাব্দে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।

11- লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

উওর : লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

12- লুভর মিউজিয়াম কত খ্রিস্টাব্দে জনসাধারণের উদ্দেশ্য খুলে দেওয়া হয়েছিল?

উওর : লুভর মিউজিয়াম ১৭৯৩ খ্রিস্টাব্দে জনসাধারণের উদ্দেশ্য খুলে দেওয়া হয়েছিল।

13- ফ্রান্সের আধুনিক যুগের সর্ববৃহৎ মিউজিয়াম কোনটি?

উওর : লুভর মিউজিয়াম।

14- ভারতের সর্ববৃহৎ জাদুঘর কোনটি?

উওর : ভারতীয় জাদুঘর।

15- ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : ভারতীয় জাদুঘর ১৮১৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top