|
ভারতের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের তালিকা |
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারতের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ,তাদের প্রকাশকাল, এবং লেখকের নামের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ এই জায়গাটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন- ইকনোমিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কার লেখা? রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থটি কার লেখা? নদীয়া কাহিনী গ্রন্থটি কার লেখা ইত্যাদি।
ভারতের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের তালিকা || WB Class 12 History Question Answer
1- নদিয়া কাহিনী গ্রন্থটি কার লেখা?
উত্তর : কুমুদনাথ মল্লিক।
2- সিরাজউদ্দৌলা গ্রন্থটি কার লেখা?
উত্তর : ব্রিজেন গুপ্ত।
3- ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লিখেছিলেন?
উওর : স্যার যদুনাথ সরকার।
4- ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কার লেখা?
উওর : নরেন্দ্রকৃষ্ণ সিংহ।
5- দা ইন্ডিয়ান মিডল ক্লাস গ্রন্থটি কে লিখেছিলেন?
উওর : বি.বি.মিশ্র।
6- ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত?
উওর : চারটি।
7- রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটি কে লিখেছিলেন?
উওর : শিবনাথ শাস্ত্রী।
8- হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ গ্রন্থটি কে লিখেছিলেন?
উওর : শিবনাথ শাস্ত্রী।
ভারতের আঞ্চলিক ইতিহাস সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের লেখকের নামের তালিকা
গ্রন্থের নাম |
লেখক |
প্রকাশকাল |
নদীয়া কাহিনী |
কুমুদনাথ মল্লিক |
১৯১০ খ্রিষ্টাব্দে |
অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দা মারাঠাস |
সুরেন্দ্রনাথ সেন |
১৯২৩ খ্রিষ্টাব্দে। |
সিরাজ-উদ-দৌলা |
ব্রিজেন গুপ্ত |
১৯৩৫ খ্রিষ্টাব্দে। |
বেঙ্গল সুবাস ১৭৪০-৭০ |
কালী কিংকর দত্ত |
১৯৩৬ খ্রিষ্টাব্দে। |
ওয়াহাবী অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল |
নরহরি কবিরাজ |
১৯৮২ খ্রিষ্টাব্দে। |
রাইজ অফ শিখ পাওয়ার |
নরেন্দ্রকৃষ্ণ সিংহ। |
১৯৩৬ খ্রিষ্টাব্দে। |
দ্য সানতাল ইনসারেকশন অফ ১৮৫৫-৫৭ |
কালিকিঙ্কর দত্ত |
১৯৪০ খ্রিষ্টাব্দে। |
রাইজ অব মারাঠা পাওয়ার |
রানাডে |
১৯৪০ |
ভারতের জাতীয় ইতিহাস সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের লেখকের নামের তালিকা
গ্রন্থের নাম |
লেখক |
প্রকাশকাল |
ফল অফ দ্যা মুঘল এম্পায়ার |
যদুনাথ সরকার |
১৯৩২ |
ইকনোমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া |
রমেশ চন্দ্র দত্ত |
১৯০২ এবং ১৯০৪ |
সিভিল ডিস্টাবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া |
শশীভূষণ চৌধুরী |
১৯৫৫ খ্রিস্টাব্দ। |
হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপলস |
ডক্টর রমেশচন্দ্র মজুমদার |
১৯৫১-৭৭ |
প্রভার্টি অ্যান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া |
দাদাভাই নওরোজি |
১৯০১ খ্রিষ্টাব্দ। |
ভারতের অর্থনৈতিক ইতিহাস সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের লেখকের নামের তালিকা
গ্রন্থের নাম |
লেখক |
প্রকাশকাল |
ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি |
অমলেশ ত্রিপাঠি। |
১৯৫৬ খ্রিস্টাব্দ |
ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল |
নরেন্দ্র কৃষ্ণ সিংহ |
১৯৫৬-৭০ খ্রিষ্টাব্দ। |
দা ইন্ডিয়ান মিডল ক্লাস |
বি.বি মিশ্র |
১৯৬১ খ্রিস্টাব্দ। |
দি পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল |
সিরাজুল ইসলাম। |
১৯৭৯ খ্রিস্টাব্দ। |
গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল। |
বিনয় ভাষণ চৌধুরী। |
১৯৬৪ খ্রিস্টাব্দ। |
ভারতের সামাজিক ইতিহাস সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের লেখকের নামের তালিকা
গ্রন্থের নাম |
লেখক |
প্রকাশকাল |
রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস |
রানাডে। |
১৯০২ খ্রিস্টাব্দ। |
রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। |
শিবনাথ শাস্ত্রী। |
১৯০৩ খ্রিস্টাব্দ। |
হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ |
শিবনাথ শাস্ত্রী। |
১৯১১ খ্রিস্টাব্দ। |
নাইনটিনথ সেঞ্চুরি বেঙ্গল : অ্যাস্পেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি |
প্রদীপ সিংহ |
১৯৬৫ খ্রিষ্টাব্দ। |
উনিশ শতক : ভাব সংঘাত ও সমন্বয় |
ডঃ রাখাল চন্দ্রনাথ। |
১৯৮৮ খ্রিষ্টাব্দ। |