টীকা-ভিল বিদ্রোহ || প্রতিরোধ ও বিদ্রোহ প্রশ্ন উওর || Madhyamik History Question Answer

0

 

টীকা-ভিল বিদ্রোহ || প্রতিরোধ ও বিদ্রোহ প্রশ্ন উওর || Madhyamik History Question Answer


ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলাকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ভারতে মূলত যে সমস্ত উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তার মধ্যে বর্তমান গুজরাট প্রদেশের ১৮১৯ খ্রিস্টাব্দের ভিল বিদ্রোহ ছিল উল্লেখযোগ্য।

নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।

বিদ্রোহ ভিল বিদ্রোহ
বিদ্রোহের নেতা শেওয়ারাম, ত্রিম্বকজির
যার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
বিদ্রোহের স্থান বতর্মান গুজরাট ও মহারাষ্ট্রের খান্দেশ ও তার পাশ্ববর্তী অঞ্চলে।
বিদ্রোহের কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার।
বিদ্রোহের সূত্রপাত ১৮১৯ খ্রিষ্টাব্দে
বিদ্রোহের অবসান। ১৮১৯ খ্রিষ্টাব্দে


ভিল বিদ্রোহ থেকে মাধ্যমিক পরিক্ষায় যেসমস্ত প্রশ্ন এসে থাকে, তার মধ্যে কয়েকটি হলো। 

1- ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল?

উওর : বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের কথা

খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে।

2- ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন?

উওর : শেওয়ারাম। 

3- ভিল বিদ্রোহ কবে হয়েছিল?

উওর : ১৮১৯ খ্রিষ্টাব্দে। 

4- কার বা কাদের বিরুদ্ধে ভিল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উওর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভিল বিদ্রোহ হয়েছিল। 

5- ভিল বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণ কি?

উওর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার।

ভিল বিদ্রোহের বিবরণঃ 

ভারতের উপজাতি সম্প্রদায়ের একটি অন্যতম প্রাচীন শাখা হল ভিল টুকরো জাতি। তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করত বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের কথা খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে ভিল জাতির একটি অংশ বসবাস করত। এই ভিলরা ছিলেন প্রধানত কৃষিজীবি মানুষ। খান্দেশ ১৮১৮ খ্রিস্টাব্দে কোম্পানির শাসনাধীনে আসে। এরপরই কোম্পানি এখানকার ভিল সমাজে ব্রিটিশ ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করে ভিলদের ওপর ভূমিরাজস্বের বোঝা অনেক গুণ বাড়িয়ে দেয়। সরকারের এই নতুন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা বা নতুন কর ব্যবস্থার চাপে পড়ে ভিলদের অবস্থা অনেকটাই শোচনীয় হয়ে পড়ে। রাজস্ব আদায় করতে গিয়ে ভিলদের ওপর তীব্র শোষণ ও অত্যাচার শুরু হয়। ব্রিটিশদের নতুন ভূমিব্যবস্থার ফলে ভিল কৃষকরা চরম শোষণ, অত্যাচার ও দুর্দশার শিকার হয়। এই অত্যাচার থেকে মুক্তি পেতেই মূলত ভিল বিদ্রোহ শুরু হয়েছিল।  ১৮১৯ খ্রিস্টাব্দের ভিল বিদ্রোব বিদ্রোহ ব্যর্থ হলেও পরবর্তীকালে ১৮২৫, ১৮৩৬ এবং ১৮৪৬ খ্রিস্টাব্দে ভিন্ন জাতি বারবার বিদ্রোহে শামিল হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top