HS History Question Answer 2023 |
প্রথম দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও যখন তারা বুঝতে পারে যে ভারতের কেন্দ্রীয় শাসন এবং ভারতের বিভিন্ন স্থানের রাজাদের শাসন ক্ষমতা অত্যন্ত দুর্বল, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতে নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে শুরু। ১৭৫৭ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশীর যুদ্ধ এবং এরপর ১৭৬৪ সালে বাংলা নবাব মীর কাশিম, অযোধ্যার নবাব সুজা-উদ্দৌলা ও মোঘল বাদশাহের মিলিত বাহিনীকে পরাজিত করার পর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং একসময় সমগ্র ভারতকেই তারা নিজেদের উপনিবেশ বানিয়ে নেয়। ব্রিটিশ ইশ ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ভারতকে নিজের উপনিবেশ বানিয়ে শান্ত ছিল না। এজন্য তারা ভারতের পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী হয়ে ওঠে। এবং ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপাল, ব্রহ্মদেশ,আফগানিস্তান, সিংহল প্রগতি দেশে নিজেদের আধিপত্য বিস্তার করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হওয়া সেই সমস্ত দেশের যুদ্ধ এবং বিভিন্ন সন্ধির সময়কাল উল্লেখ করা হলো।
নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
দেশ / উপনিবেশ | যুদ্ধ | যুদ্ধের সময়কাল | সন্ধির নাম | সময় |
---|---|---|---|---|
নেপাল | ইঙ্গ নেপাল যুদ্ধ | ১৮১৪ | সগৌলির সন্ধি | ১৮১৬ |
মায়ানমার | প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ | ১৮২৪ | ইন্দারাবুর সন্ধি | ১৮২৬ |
আফগানিস্তান | দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ | ১৮৭৮-১৮৮০ | গন্ডা মাকের সন্ধি | ১৮৭৯ |
সিংহল | ডাচ এবং ইংরেজদের যুদ্ধ | ১৭৯৬ | অ্যামিয়েন্সের সন্ধি | ১৮০২ |
উপরোক্ত দেশগুলোতে নিজেদের উপনিবেশ তৈরি করা ছাড়াও ব্রিটেন বা ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন স্থানে নিজেদের উপনিবেশ গড়ে তুলেছিল। একসময় ব্রিটেন উপনিবেশ স্থাপনে পিছিয়ে থাকলেও ১৮৫০ পর থেকে ব্রিটেন ই ইউরোপের অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি গুলিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।