মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023 |
উনিশ শতকে বাংলায় মূলত যে সমস্ত সমাজ সংস্কার মূলক আন্দোলন করে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নব্য বঙ্গ গোষ্ঠী আন্দোলন অথবা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর আন্দোলন। তৎকালীন হিন্দু কলেজে তরুণ অধ্যাপক কেন্দ্রিক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীদের নিয়ে উনিশ শতকে কলকাতায় নব্য বঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে উঠেছিল।
একনজরে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী সম্পর্কে যাবতীয় তথ্য-
বিষয় | তথ্য |
---|---|
গোষ্ঠীর নাম | নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী |
প্রতিষ্ঠাতা | হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও |
প্রতিষ্ঠার সময়কাল | ১৮২৬-২৬ |
প্রকৃতি | সমাজ সংস্কারক |
মূখপত্র | এথেনিয়াম |
বিভিন্ন পত্রপত্রিকা | পার্থেনন, ক্যালাইডোস্কোপ, এথেনিয়াম, এনকেয়ারার, বেঙ্গল স্পেক্টার হিন্দু পাইনিয়ার জ্ঞানান্বেষণ। |
সদদ্য | নব্য বেঙ্গল গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- রামগোপাল ঘোষ,রামতনু লাহিড়ী,কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,রশিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র,দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। |
নব্য বেঙ্গল গোষ্ঠী আন্দোলনঃ-
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামী রামগোপাল ঘোষ,রামতনু লাহিড়ী,কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,রশিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র,দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন নবব্যঙ্গ গোষ্ঠীর প্রধান কর্মকর্তা। ডিরোজিও এবং তার তরুণ অনুগামী ছাত্ররা ভারতে বিশেষ করে কলকাতার হিন্দু সমাজের প্রচলিত বিভিন্ন জাতিভেদ প্রথা,অস্পৃশ্যতা নানা ধর্মীয় গোরামি ইত্যাদি জিনিসগুলোকে দূর করার জন্য তারা মূলত হিন্দু সমাজকে লক্ষ্য করেছিলেন। তাই নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন ধর্মীয় প্রথা, আচরণ অনুষ্ঠান. নিয়ম নীতি ইত্যাদি জিনিসগুলির বিরুদ্ধে সমাজে তাদের আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু নব্য বঙ্গ গোষ্ঠীর সদস্যরা শুধুমাত্র হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন দিকগুলির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলে তাদের সমর্থনে তেমন কেউই এগিয়ে আসেননি, যার ফলে এই আন্দোলন তেমনভাবে জনসমর্থন লাভ করতে পারেনি।