টীকা- নব ব্যঙ্গ গোষ্ঠী || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023 || Class 10 History Question Answer

0

 

টীকা- নব ব্যঙ্গ গোষ্ঠী || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023 || Class 10 History Question Answer
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023


উনিশ শতকে বাংলায় মূলত যে সমস্ত সমাজ সংস্কার মূলক আন্দোলন করে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নব্য বঙ্গ গোষ্ঠী আন্দোলন অথবা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর আন্দোলন। তৎকালীন হিন্দু কলেজে তরুণ অধ্যাপক কেন্দ্রিক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীদের নিয়ে উনিশ শতকে কলকাতায় নব্য বঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে উঠেছিল।
একনজরে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী সম্পর্কে যাবতীয় তথ্য-


বিষয় তথ্য
গোষ্ঠীর নাম নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী
প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
প্রতিষ্ঠার সময়কাল ১৮২৬-২৬
প্রকৃতি সমাজ সংস্কারক
মূখপত্র এথেনিয়াম
বিভিন্ন পত্রপত্রিকা পার্থেনন, ক্যালাইডোস্কোপ, এথেনিয়াম, এনকেয়ারার, বেঙ্গল স্পেক্টার হিন্দু পাইনিয়ার জ্ঞানান্বেষণ।
সদদ্য নব্য বেঙ্গল গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- রামগোপাল ঘোষ,রামতনু লাহিড়ী,কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,রশিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র,দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ।


নব্য বেঙ্গল গোষ্ঠী আন্দোলনঃ-

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামী রামগোপাল ঘোষ,রামতনু লাহিড়ী,কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়,রশিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র,দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন নবব্যঙ্গ গোষ্ঠীর প্রধান কর্মকর্তা। ডিরোজিও এবং তার তরুণ অনুগামী ছাত্ররা ভারতে বিশেষ করে কলকাতার হিন্দু সমাজের প্রচলিত বিভিন্ন জাতিভেদ প্রথা,অস্পৃশ্যতা নানা ধর্মীয় গোরামি ইত্যাদি জিনিসগুলোকে দূর করার জন্য তারা মূলত হিন্দু সমাজকে লক্ষ্য করেছিলেন। তাই নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন ধর্মীয় প্রথা, আচরণ অনুষ্ঠান. নিয়ম নীতি ইত্যাদি জিনিসগুলির বিরুদ্ধে সমাজে তাদের আন্দোলন শুরু করেছিলেন। কিন্তু নব্য বঙ্গ গোষ্ঠীর সদস্যরা শুধুমাত্র হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন দিকগুলির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলে তাদের সমর্থনে তেমন কেউই এগিয়ে আসেননি, যার ফলে এই আন্দোলন তেমনভাবে জনসমর্থন লাভ করতে পারেনি।

নব্য বঙ্গ গোষ্ঠীর আন্দোলনের ফলাফলঃ-

নব্য বঙ্গ গোষ্ঠী বা ইয়ঙ্গ বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা প্রধানত হিন্দু সমাজকে লক্ষ্য করে তাদের বিদ্রোহ চালিয়ে গিয়েছিল বলে কলকাতার বাবুসমাজ বা হিন্দুসমাজ কখনোই এর সমর্থনে ছিল না। যার ফলে এই আন্দোলন সমাজে তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। অপরদিকে এই নব্য বঙ্গ গোষ্ঠী সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোন কর্মসূচি গ্রহণ না করায় এই আন্দোলন ধীরে ধীরে থেমে যেতে থাকে। এবং এক পর্যায়ে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যুর পর এই গোষ্ঠীর সদস্যরা একে একে নিজেদের কর্ম ক্ষেত্রে জড়িয়ে পড়েন। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার মূলক আন্দোলন শেষ হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top