প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্নোত্তর |
নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
বিদ্রোহ | রংপুর বিদ্রোহ |
---|---|
বিদ্রোহের নেতা | নরুলউদ্দিন ও দয়ারাম শীল |
যার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল | দেবী সিংহ। |
বিদ্রোহের স্থান | রংপুরের কাকিনা, কাজির হাট, ফতেপুর, ডিমলা প্রভৃতি। |
বিদ্রোহের কারণ | দেবী সিংহের অত্যাচার। |
বিদ্রোহের সূত্রপাত | ১৭৮৩ খ্রিষ্টাব্দ |
বিদ্রোহের অবসান। | ১৭৮৩ খ্রিষ্টাব্দে। |
রংপুর বিদ্রোহের বিবরণঃ
দেবী সিংহ নামে জনৈক ব্যক্তি ১৭৮১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টুকরো কাছ থেকে দিনাজপুর, রংপুর ও ভদ্রাকপুর পরগনা ইজারা নিয়ে সেখানকার জমিদার ও প্রজাদের ওপর রাজত্বের হার বহুগুণ বৃদ্ধি করেন এবং বিভিন্ন ধরনের নতুন কর আরোপ করেন। এই আদায়ের উদ্দেশ্যে তিনি জমিদার ও কৃষকদের ওপর চরম অত্যাচার শুরু করেন। দেবী সিংহ কৃষক এবং জমিদারদের উপর যে পরিমাণে কর বা খাজনা ধার্য করতো তার পরিমাণ এত বেশি হতো যে কৃষকরা নিজের যাবতীয় সম্পত্তি বিক্রি করেও সেই ঋণ শোধ করতে পারত না। এবং সেই ঋন শোধ করতে না পারলে দেবী সিংহ তাদের ওপর প্রচুর অত্যাচার করতো। দেবী সিংহের সেই সমস্ত অত্যাচার থেকে থেকে বাঁচার জন্য কৃষকরা দেবী সিংহের বিরুদ্ধে ১৭৮৩ খ্রিস্টাব্দে স্থানীয় নেতা নুরুলউদ্দিন এবং দয়ারাম শীলের নেতৃত্বে তাদের বিদ্রোহ শুরু করে। কিন্তু বিদ্রোহ কিছুদিনের মধ্যে প্রবল ধারণ করলে ব্রিটিশ সেনাপতি ম্যাকডোনাল্ডের হাতে তারা পরাজিত হয়। ফলে অল্প সময়ের মধ্যেই রংপুর বিদ্রোহ ব্যর্থ হয়।।