আজকের বিষয় :
• মায়োপিয়া কাকে বলে অথবা নিকট দৃষ্টি কাকে বলে?
• দূরদৃষ্টি কাকে বলে অথবা হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া কাকে বলে?
• প্রেস বায়োপিয়া কি? বা ক্যাটারাক্ট ছানি পড়া কি?
• কোন লেন্স ব্যবহার করলে মায়োপিয়া বা নিকট দৃষ্টি রোগ দূর হয়?
• কোন লেন্স ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া বা দূরদৃষ্টি রোগ দূর হয়?
• দূরদৃষ্টি কাকে বলে অথবা হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া কাকে বলে?
• প্রেস বায়োপিয়া কি? বা ক্যাটারাক্ট ছানি পড়া কি?
• কোন লেন্স ব্যবহার করলে মায়োপিয়া বা নিকট দৃষ্টি রোগ দূর হয়?
• কোন লেন্স ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া বা দূরদৃষ্টি রোগ দূর হয়?
নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
রোগের নাম | কাকে বলে | কারণ | ত্রুটি সংশোধন |
---|---|---|---|
মায়োপিয়া (Myopia) | যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকটদৃষ্টি বলে। | চক্ষুগোলকের বাসে স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না। |
অবতল লেন্স (concave lens) যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়। |
হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া (Hypermetropia or Hyperopia) | যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে। | চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না। | উত্তল লেন্স (convex lens) যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে। |
প্রেসবায়োপিয়া (Presbyopia) | 40 এর বেশি বয়স্ক বয়স্কদের যে ধরনের দৃষ্টিজনিত সমস্যা দেখা দেয় তাকে প্রেস বায়োপিয়া বলে। | ___ | বাইফোকাল লেন্স ব্যবহার করলে বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ধরনের ত্রুটি দূর হয়। |
ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া (Cataract) | বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে, ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। | ____ | সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হাই পাওয়ারের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয়। অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিশের পিছনে আটকে দেওয়া হয়। |