বিভিন্ন চোখের রোগ,তার কারণ এবং ত্রুটি সংশোধন || মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া এবং ক্যাটার‍্যাক্ট

0

 

বিভিন্ন চোখের রোগ,তার কারণ এবং ত্রুটি সংশোধন || মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া এবং ক্যাটার‍্যাক্ট


আজকের বিষয় : 

• মায়োপিয়া কাকে বলে অথবা নিকট দৃষ্টি কাকে বলে?
• দূরদৃষ্টি কাকে বলে অথবা হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া কাকে বলে?
• প্রেস বায়োপিয়া কি? বা ক্যাটারাক্ট ছানি পড়া কি?
• কোন লেন্স ব্যবহার করলে মায়োপিয়া বা নিকট দৃষ্টি রোগ দূর হয়?
• কোন লেন্স ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া বা হাইপোরোপিয়া বা দূরদৃষ্টি রোগ দূর হয়?


নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।


রোগের নাম কাকে বলে কারণ ত্রুটি সংশোধন
মায়োপিয়া (Myopia) যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকটদৃষ্টি বলে। চক্ষুগোলকের বাসে স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না।

অবতল লেন্স (concave lens) যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়।
হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া (Hypermetropia or Hyperopia) যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না। উত্তল লেন্স (convex lens) যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে।
প্রেসবায়োপিয়া (Presbyopia) 40 এর বেশি বয়স্ক বয়স্কদের যে ধরনের দৃষ্টিজনিত সমস্যা দেখা দেয় তাকে প্রেস বায়োপিয়া বলে। ___ বাইফোকাল লেন্স ব্যবহার করলে বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ধরনের ত্রুটি দূর হয়।
ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া (Cataract) বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে, ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। ____ সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হাই পাওয়ারের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয়। অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিশের পিছনে আটকে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top