একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে ( west bengal board class 11 political science question answer & suggestion 2023 ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন 'প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ এবং গুণ সম্পর্কে আলোচনা করো।' ইত্যাদি প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ এবং গুণ সম্পর্কে আলোচনা করো।
প্রত্যক্ষ গণতন্ত্র [Direct Democracy] সংজ্ঞা ও প্রকৃতিঃ-
উওরঃ প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। এই শাসনব্যবস্থায় নাগরিকরা বছরের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, শাসন-বিষয়ক নীতি নির্ধারণ, সরকারি আয়ব্যয় নিয়ন্ত্রণ, পররাষ্ট্রনীতি নির্ধারণ, যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এমনকি বিচারকার্যও সম্পাদন করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কোনোরূপ পার্থক্য নিরূপণ করা হয় না। প্রাচীন গ্রিস ও রোমে এরূপ প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত ছিল। বর্তমানে সুইজারল্যান্ডে এরুপ শাসনব্যবস্থা প্রবর্তিত রয়েছে।
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার গুণাবলিঃ-
প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থনে সাধারণত যেসব যুক্তির অবতারণা করা হয়, সেগুলি হল—
[১] গণতন্ত্রের অর্থ যদি ‘জনগণের শাসন' হয়, তবে কেবল প্রত্যক্ষ গণতন্ত্রকেই প্রকৃত গণতন্ত্র বলে অভিহিত করা যায়। কারণ, এখানে জনসাধারণ তাদের প্রতিনিধির পরিবর্তে নিজেরাই প্রত্যক্ষভাবে সরকারের যাবতীয় কার্য পরিচালায় অংশগ্রহণ করার সুযোগ পায়।
[২] এরূপ গণতন্ত্র অত্যন্ত সহজ ও সরল প্রকৃতিসম্পন্ন হয়।
[৩] প্রত্যক্ষ গণতন্ত্রে জনসাধারণ প্রত্যক্ষভাবে সরকার পরিচালনার সুযোগ পায় বলে তাদের মধ্যে যেমন উৎসাহ ক্লিন উদ্দীপনা পরিলক্ষিত হয়, তেমনি তাদের রাজনৈতিক চেতনা ও দেশাত্মবোধ বৃদ্ধি পায়।
[৪] অনেকের মতে,প্রত্যক্ষ গণতন্ত্রে প্রত্যেকে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় বলে সরকারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে না। তাই এরূপ শাসনব্যবস্থা বিপ্লব বা গৃহযুদ্ধের সম্ভাবনা থেকে মুক্ত বলে অভিমত প্রকাশ করা হয়।
[৫] প্রত্যক্ষ গণতন্ত্রে আমলাতান্ত্রিক মানসিকতা প্রসার লাভ করতে পারে না।
[৬] পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মতো এই ব্যবস্থা ব্যয়বহুল নয়। এছাড়াও প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার আরও নানান ভালো দিক বা গুণ রয়েছে।
প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার দোহসমূহঃ
প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ-ত্রুটিগুলি কোনোমতেই উপেক্ষণীয় নয়।
[১] এরূপ শাসনব্যবস্থার সর্বাপেক্ষা বড়ো ত্রুটি হল—বৃহদায়তন রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র কেবল অকাম্যই নয়, অকার্যকরও বটে। কারণ,
বিশালায়তন রাষ্ট্রের বিপুল পরিমাণ জনগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়ে আইন প্রণয়ন করবে—এরূপ কল্পনা করা নিছক কষ্ট-কল্পনা ছাড়া আর কিছুই নয়।
[২] তা ছাড়া, বিশেষ কোনো একটি বিষয়ে আইন প্রণয়ন কিংবা নীতি নির্ধারণের সময় নানা প্রকার জটিলতা সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। কেননা, এরূপ ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ অভিমত জ্ঞাপন করতে আগ্রহী হয়ে পড়ে। পরস্পর-বিরোধী অসংখ্য মতামতের মধ্যে সমন্বয় সাধন ক'রে আইন প্রণয়ন কিংবা নীতি নির্ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
[৩] রাষ্ট্র-পরিচালনার মতো জটিল
কার্য সম্পাদন করার জন্য যে-রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতার প্রয়োজন, সাধারণ নাগরিকদের সকলের মধ্যে তা থাকে না। ফলে অনেক সময় এরূপ শাসনব্যবস্থায় জনস্বার্থ-বিরোধী কার্যাবলি সম্পাদিত হওয়ার সম্ভাবনাই বেশি শ্রেণি থাকে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন।
[৪। প্রত্যক্ষ গণতন্ত্রে জনসাধারণের মধ্যে উদ্যোগের অভাব ঘটলে অর্থাৎ নির্লিপ্ততা প্রাধান্য লাভ করলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে গণতন্ত্র কার্যত স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়।
[৫] অনেকে প্রত্যক্ষ গণতন্ত্রকে শিল্প, সাহিত্য, সংগীত, চারুকলা প্রভৃতির বিরোধী বলে মনে করেন। কারণ, প্রত্যেকেই যদি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে, তবে ওইসব বিষয় ক্রমাগত অবহেলিত হতে থাকে। ফলে দেশের সর্বাঙ্গীণ বিকাশ ব্যাহত হয়।
[৬] এরূপ শাসনব্যবস্থা জরুরি অবস্থার উপযোগী নয় বলে সমালোচনা করা হয়। বহিঃশত্রুর আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের সময় যখন অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন, প্রত্যক্ষ গণতন্ত্রে তখন জনগণ তর্ক-বিতর্ক ক’রে অযথা কালক্ষেপ করে। এছাড়াও প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার আরও নানান খারাপ দিক বা দোষ রয়েছে।
পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে যে-কোনো যুক্তিরই অবতারণা করা হোক না কেন, এরূপ শাসনব্যবস্থার উপযোগিতার কথা বিবেচনা ক'রে বর্তমানে অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য গণভোট, গণউদ্যোগ প্রভৃতির মতো প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে। উদাহরণ হিসেবে সুইজারল্যান্ডের কথা বলা যেতে পারে।
প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থার বিলুপ্তির কারণঃ
আধুনিককালে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিলুপ্তির পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রাচীনকালে গ্রিস ও রোমের নগররাষ্ট্রগুলি (City States) ছিল ক্ষুদ্রায়তনবিশিষ্ট। ওইসব নগররাষ্ট্রের জনসংখ্যাও ছিল অত্যল্প। জনগণের অধিকাংশ, যেমন—দাস, স্ত্রীলোক এবং শ্রমিকদের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হতো না। ফলে স্বল্পসংখ্যক নাগরিক অতি সহজেই একটি নির্দিষ্ট সময়ে সমবেত হয়ে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারত। তদানীন্তন যুগের সমস্যাবলিও ছিল সংখ্যায় অল্প এবং প্রকৃতিগতভাবে সহজ ও সরল। তাই সাধারণ নাগরিকরা অতি সহজেই সেইসব সমস্যার সমাধান করতে পারত। কিন্তু -
[১] বর্তমানে রাষ্ট্রের আকৃতিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বিপুল বিস্তার প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবর্তন অসম্ভব করে তুলেছে।
[২] তা ছাড়া, সমকালীন সমস্যাবলিও সংখ্যায় এত বেশি এবং প্রকৃতিগতভাবে এত জটিল যে, সাধারণ মানুষের পক্ষে ওইসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে।
[৩] সর্বোপরি, মানুষের অর্থনৈতিক সমস্যা তাদের এতই জর্জরিত করে তুলেছে যে, সাধারণ মানুষ রাষ্ট্র পরিচালনার বিষয়ে মনোনিবেশ করতে পারে না। এইসব কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলুপ্তির পথে অগ্রসর হয়েছে।
আশাকরি যে, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে ( west bengal board class 11 political science question answer & suggestion 2023 ) থেকে 'প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ এবং গুণ সম্পর্কে আলোচনা করো।' সম্পর্কে যে নোট শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।
Tags :
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ক্লাস 11 গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উওর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উত্তর | 11 রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর এবং সাজেশন 2023 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 11 political science question answer | wb class 11 political science short question answer |