পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে ( west bengal board class 11 political science question answer & suggestion 2023 ) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন 'পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।' ইত্যাদি প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

উত্তরঃ খুব সহজ কথায়, পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে সেই প্রকার তন্ত্রকে বোঝায়,যেই প্রকার গণতন্ত্রে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে পরোক্ষভাবে রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের স্বার্থে বা জনগনের স্বার্থে ব্যবহার করে নিজেদের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে থাকে, তখন তাকে পরোক্ষ গণতন্ত্র বলে।

জন স্টুয়ার্ট মিলের মতে, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে “সমগ্র জনসাধারণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনক্ষমতা ব্যবহার ক'রে থাকে। ” বস্তুত, সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগ জনমতের অনুকূলেই সর্বদা কাজ করে। কারণ, জনমতের বিরুদ্ধাচরণ করার অর্থই হল পরবর্তী নির্বাচনে সরকারি দলের রাজনৈতিক বিপর্যয়কে আহ্বান করা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে, পরোক্ষ গণতন্ত্রে সরকারি কার্যাবলি যতই জনমত অনুসারে পরিচালিত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায়, ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি জনমতের বিরুদ্ধাচরণ করলেও সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া নির্বাচকদের গত্যন্তর থাকে না।

পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য হলঃ- 

প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে পরোক্ষ গণতন্ত্রও বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যা গণতন্ত্রকে একটি সঠিক শাসন ব্যবস্থা হিসেবে তুলে ধরে। 

[১] পরোক্ষ গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করে না। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকারি কার্য পরিচালনায় অংশগ্রহণ ক'রে থাকে। 

[২] পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রাষ্ট্রপতিশাসিত কিংবা মন্ত্রীপরিষদ-পরিচালিত অর্থাৎ সংসদীয় হতে পারে। পূর্বোক্ত ক্ষেত্রে জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। ক্যাবিনেট সদস্যরা হলেন তাঁর অধস্তন আজ্ঞাবাহী মাত্র। কিন্তু মন্ত্রীপরিষদ-পরিচালিত শাসনব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক এবং একজন প্রকৃত শাসক থাকেন। নিয়মতান্ত্রিক শাসক উত্তরাধিকারসূত্রে কিংবা জনগণের দ্বারা পরোক্ষভাবে এবং প্রকৃত শাসক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন ও ভারতে মন্ত্রীপরিষদ পরিচালিত শাসনব্যবস্থা বর্তমান রয়েছে। 

[৩] পরোক্ষ গণতন্ত্রে আইনসভা এবং শাসন বিভাগের রাজনৈতিক অংশ একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। অবশ্য নানাকারণে নির্দিষ্ট কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই তাঁদের পদচ্যুত করা যায়। 

[৪] পরোক্ষ গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে নির্বাচিত হতে হয়। 

[৫] সম্পাদিত কার্যাবলির জন্য সরকার নির্বাচকদের কাছে দায়িত্বশীল থাকে। 

[৬] নির্বাচন যথাসম্ভব অবাধ এবং প্রতিযোগিতামূলক হয়। প্রত্যেক নির্বাচক যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং প্রতিটি নির্বাচন-প্রার্থী যাতে বিনা বাধায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেজন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়। 

[৭] পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি অপরিহার্য বলে অনেকে মনে করেন। 

[৮] শাসন বিভাগের কর্মকর্তাদের জনসাধারণ কর্তৃক নির্বাচিত হতে অথবা আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে মনোনীত হতে হয়। 

[৯] এরূপ শাসনব্যবস্থায় আইনসংগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়ে থাকে। 

[১০] অনেক সময় গণসার্বভৌমিকতাকে বাস্তবায়িত করার জন্য পরোক্ষ গণতন্ত্রে গণভোট, গণউদ্যোগ, গণঅভিমত ও পদচ্যুতির মতো প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এইসব কারণে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র অপেক্ষা পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।


আশাকরি যে, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র থেকে ( west bengal board class 11 political science question answer & suggestion 2023 )  থেকে 'পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।' সম্পর্কে যে নোট শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

Tags : 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ক্লাস 11 গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উওর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র ও একনায়কতন্ত্র বড় প্রশ্ন উত্তর | 11 রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর এবং সাজেশন 2023 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 11 political science question answer  | wb class 11 political science short question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top