নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 40 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ SAQ Question Answer ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History SAQ Question Answer & Notes in Bengali 2023
প্রশ্ন : কবে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : 1815 খ্রিষ্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন : ভিয়েনা সম্মেলনের মূল নীতি গুলি লেখ।
উওর : ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি ছিল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি।
প্রশ্ন : কোন্ সময় মেটারনিকের যুগ নামে পরিচিত?
উওর : ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ মেটারনিকের যুগ নামে পরিচিত।
প্রশ্ন: মেটারনিক কে ছিলেন?
উওর ; মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
প্রশ্ন: মেটারনিক কত বছর ধরে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন?
উওর : মেটারনিক প্রায় ৪০ বছর ধরে (১৮০৯-১৮৪৮ খ্রি.) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
প্রশ্ন: কার্লসবাড ডিগ্রি কে ঘোষণা করেন?
উওর : কার্লসবাড ডিক্রি ঘোষণা করেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক।
প্রশ্ন: কার্লসবাড ডিগ্রি কেন ঘোষিত হয়?
উত্তর : জার্মানিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য কার্লসবাড ডিক্রি ঘোষিত হয়।
প্রশ্ন : কবে মেটারনিক-তন্ত্রের পতন হয়
উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে মেটারনিক-তন্ত্রের পতন হয়।
প্রশ্ন: ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনিক কোথায় আশ্রয় নেন?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবের সময় অস্ট্রিয়া ত্যাগ করে মেটারনিক ইংল্যান্ডে আশ্রয় নেন।
প্রশ্ন: ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফ্রান্সের সিংহাসনে কে বসেন।
উত্তর : ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন।
প্রশ্ন: ফ্রান্সে অষ্টাদশ দুই-এর পরে কে সিংহাসনে বসেছিলেন?লউত্তর : ফ্রান্সে অষ্টাদশ লুই-এর পরে সিংহাসনে বসেন দশম চার্লস।
প্রশ্ন: কত খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৮৩০ খ্রিস্টাব্দে সংঘটিত ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল।
প্রশ্ন: ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফ্রান্সে জুলাই বিপ্লবকালে ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। প্রশ্ন: কাদের বোনাপার্টিস্ট বলা হতো?তউত্তর: নেপোলিয়ন বোনাপার্টের অনুগামী রাজনৈতিক দলের সদস্যরা বোনাপার্টিস্ট নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন: ইউরোপের ইতিহাসে কোন্ সময় 'বিপ্লবের বছর' নামে পরিচিত?
উত্তর : ইউরোপের ইতিহাসে ১৮৪৮ খ্রিস্টাব্দ 'বিপ্লবের বছর' নামে পরিচিত।
প্রশ্ন : জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা কে হয়ে ছিলেন?
উওর : জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা হয়েছিলেন লুই ফিলিপ।
প্রশ্ন : লুই ফিলিপ এর প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
উওর : লুই ফিলিপের প্রধানমন্ত্রীর নাম ছিল গিজো।
প্রশ্ন : লুই কসুথ কে ছিলেন?
উওর : 1848 এর বিপ্লব কালীন হাঙ্গেরির এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন লুই কসুথ। মূলত তাঁর নেতৃত্বেই হাঙ্গেরিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন : রিসর্জিমেন্টো বলতে কী বোঝায়?
উত্তর : উনিশ শতকের প্রথম দিকে ইতালিতে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয়েছিল তাই মূলত রিসর্জিমেন্টো নামে পরিচিত।
প্রশ্ন : কে ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : জোসেফ ম্যাৎসিনি ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন।
প্রশ্ন : কাউন্ট কাভুর কে ছিলেন?
উওর : কাউন্ট ক্যাভুর ছিলেন ইতালির পিডমন্ট - সার্ডিনিয়ার রাজ্যের প্রধানমন্ত্রী।
প্রশ্ন : কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উওর : 1858 খ্রিস্টাব্দে কাউন্ট কাভুর এবং নেপোলিয়নের মধ্যে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন : কাদের লালকোর্তা বলা হত?
উওর : জোসেফ গ্যারিবল্ডির তৈরি স্বেচ্ছাসেবক বাহিনী লাল রঙের পোশাক পড়তো বলে লালকোর্তা বলা হতো।
প্রশ্ন : জোলভারেইন কি এবং এটি কবে গঠিত হয়েছিল?
উওর : 1834 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যানেজ-এর উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিতে গঠিত একটি আন্তরাষ্ট্রীয় শুল্কসংঘ জোলভারেইন নামে পরিচিত।
প্রশ্ন : কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেছিলেন?
উওর : ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেছিলেন।
প্রশ্ন : স্যাডোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল?
উওর : স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন : কোন যুদ্ধ ছয় সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত?
উওর : স্যাডোয়ার যুদ্ধ ছয় সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত।
প্রশ্ন : ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন?
উত্তর : ফ্রাঙ্কো-প্রাশিয়ার যুদ্ধের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন তৃতীয় নেপোলিয়ন।
প্রশ্নঃ কোন্ সন্ধি দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়?
উত্তর : ফ্রাঙ্কফুর্ট সন্ধি দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়।
প্রশ্ন : এমস্ টেলিগ্রাম কোন্ যুদ্ধের সূচনা করে?
উত্তর : এমস টেলিগ্রাম সেডান যুদ্ধের সূচনা করে।
প্রশ্নঃ সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ কারা ছিল?
উত্তর : সেডানের যুদ্ধে দুই প্রতিপক্ষ ছিল প্রাশিয়া ও ফ্রান্স।
প্রশ্ন : ফ্রাঙ্কফুর্ট-এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ফ্রাঙ্কফুর্ট-এর সন্ধি ১৮৭১ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন?
উত্তর : প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন। প্রশ্ন: ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল? উত্তর : ক্রিমিয়ার যুদ্ধ ঘটেছিল ১৮৫৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : কোন্ সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে?
উত্তর : প্যারিস সন্ধি (১৮৫৬ খ্রি.)-র মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে। প্রশ্ন : রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা কে করেছিলেন?
উত্তর : রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা করেছিলেন জার দ্বিতীয় আলেকজান্ডার।
Tags :