নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রশ্ন উওর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali 2023

0

 

নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রশ্ন উওর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali 2023
নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 টির বেশি SAQ প্রশ্ন উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রশ্ন উওর || WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali 2023

1- কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল?
উত্তর: ইংল্যান্ডে দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।
2- অ্যাডাম স্মিথ কে ছিলেন?
উওর : অ্যাডাম স্মিথ ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ।
3- পৃথিবীর কারখানা' নামে কোন দেশ পরিচিত ছিল?
উত্তর : পৃথিবীর কারখানা নামে ইংল্যান্ড পরিচিত ছিল।
4- ১৮৩৭ খ্রিস্টাব্দে 'শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন।
উত্তর : ফরাসি সমাজতন্ত্রী অগাস্ত ব্লাংকি ১৮৩৭ খ্রিস্টাব্দে 'শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন।
5- ‘শিল্পবিপ্লব’ কথাটিকে কে আলোচনার শিরোনামে নিয়ে আসেন? উত্তর : ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি শিল্পবিপ্লব কথাটিকে আলোচনার শিরোনামে নিয়ে আসেন।
6- ‘ফ্যাক্টরি' কী?
উওর : অষ্টাদশ-উনিশ শতকে গড়ে ওঠা শিল্প উৎপাদন কেন্দ্র 'ফ্যাক্টরি' নামে পরিচিত।
7- ‘উড়ন্ত মাকু' কে আবিষ্কার করেন?
উত্তর : জনকে 'উদ্বৃত্ত মাকু' আবিষ্কার করেন।
8- 'স্পিনিং জেনি' (১৭৬৭ খ্রি.) কে আবিষ্কার করেন?
উত্তর : জেমস্ হারগ্রিভস 'স্পিনিং জেনি' আবিষ্কার করেন।
9- ‘সেফটি ল্যাম্প' কে এবং কবে আবিষ্কার করেন?
উত্তর : 1815 খ্রিষ্টাব্দে হামফ্রি ডেডি 'সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন।
10- ১৬৮৮ খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর: ডেনিস পেপিন ১৬৮৮ খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন।
11- বাষ্পশক্তির সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন?
উওর : ১৭৬৯ খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পশক্তির সাহায্যে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন।
12- কে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
উওর : জর্জ স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
13- জর্জ স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
উওর : জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 14- কে পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন?
উওর : জন ম্যাকাডেম পিচ দেওয়া রাস্তা নির্মাণ কৌশল আবিষ্কার করেন।
15- ফ্রান্সের কোন সময়কে স্বর্ণযুগ রূপে চিহ্নিত করা হয়?
উওর: 1850-70 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্সের শিল্প প্রসারে স্বর্ণযুগরুপে চিহ্নিত করা হয়।
16-  কে জার্মানিতে মার্ক নামক মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন?
উওর : প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক জার্মানিতে মার্ক নামক মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন।
17- ক্রিটিক অফ পলিটিকাল ইকোনমিক গ্রন্থটি কার লেখা?
উওর : ক্রিটিক অফ পলিটিকাল ইকোনমিক গ্রন্থটি কার্ল মার্কসের লেখা।
18- দাস ক্যাপিটাল কার রচনা?
উওর : দাস ক্যাপিটাল কার্ল মার্কসের রচনা।
19- দুনিয়ার মজদুর এক হও এই আহ্বান কার?
উওর : 'দুনিয়ার মজদুর এক হও' এই আহ্বান কার্ল মার্কসের।
20- কোথায় প্যারি কমিউন গঠিত হয়েছিল?
উওর : ফ্রান্সে প্যারি কমিউন গঠিত হয়েছিল।
21- সর্বপ্রথম কোথায় রেলপথ চালু হয়েছিল?
উওর : 1830 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম রেলপথ চালু হয়েছিল।
22-  ফ্রান্সে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়েছিল?
উওর : ফ্রান্সে 1837 খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়েছিল।
23-  কবে সুয়েজ খালের খনন কার্য শুরু হয়েছিল?
উওর : 1859 খ্রিষ্টাব্দে সুয়েজ খালের খনন কার্য শুরু হয়েছিল।
24 - কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল?
উওর : ইংল্যান্ডের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল 1837 খ্রিস্টাব্দে।
25- চীনের মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?
উওর : মার্কিন প্রেসিডেন্ট জন হে চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন।
26-  কবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল?
উওর : 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল।
27- প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
উওর : প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন।
28- প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওর : প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
29-  কবে এবং কাদের মধ্যে আফিং বা অহিফেনের যুদ্ধ হয়েছিল?
উওর : 1839 খ্রিস্টাব্দে চীন এবং ইংল্যান্ডের মধ্যে আফিং বা অহিফেনের যুদ্ধ হয়েছিল।
30-  ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেছিলেন?
উওর : জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন।
31- কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন?
উওর : জার্মানির প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলেছিলেন।।

Tags :

নবম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস 9 ইতিহাস শিল্পবিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes |  wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top