নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? ভাইমার প্রজাতন্ত্রের ফলাফল কী ছিল?
উওরঃ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর জার্মানির অভ্যন্তরীণ সামগ্রিক দুর্বলতা ও আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির মর্যাদা অনেকটাই কমে যায়। এর ফলে জার্মান জাতির মনে তীব্র অসন্তোষ দেখা দিতে শুরু করে। এরপর সেই সময় সামরিক ও নৌবাহিনীর মধ্যে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ বিদ্রোহের আকার নিয়েছিল। এরকম পরিস্থিতিতে শাসন ব্যবস্থায় শীতলতা দেখা দেয়। সমাজতন্ত্রীরা দেশের সর্বত্র অরাজকতা শুরু করে এবং রাজতন্ত্রের উচ্ছেদের জন্য জনসাধারণে মধ্যে প্রচার শুরু করে। জার্মানিতে এরকম অভ্যন্তরীণ অরাজকতা সৃষ্টি হলে জার্মান রাজ কাইজার দ্বিতীয় উইলিয়াম ভীত-সন্ত্রস্ত হয়ে তিনি সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হন এবং এরপর তিনি ইংল্যান্ডে পালিয়ে যান। এরপর 1919 খ্রিস্টাব্দে প্রথম দিকে জার্মানিতে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। ফ্রেডারিক হিবার্ট ছিলেন সেই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। সেই প্রজাতন্ত্রের প্রথম অধিবেশন বসেছিল জার্মানির বার্লিন শহরের নিকটবর্তী ভাইমার নামক স্থানে। সেই কারণেই 1919 খ্রিস্টাব্দের সেই প্রজাতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত।।
হিবার্ট প্রতিষ্ঠিত ভাইমার প্রজাতন্ত্র নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিল। ভার্সাই সন্ধির শর্তাবলি পূরণের সমস্যা জার্মানিকে যখন উদ্বিগ্ন করে তুলেছিল, ঠিক তখনই দেশের শিল্পপতি, সমরনায়ক প্রমুখরা এই প্রজাতন্ত্রকে উচ্ছেদের ষড়যন্ত্র করে। কমিউনিস্টরাও এই প্রজাতন্ত্রকে সরিয়ে রাশিয়ার অনুকরণে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কমিউনিস্টদের এই মানসিকতার প্রকাশ ঘটলে ইবার্ট তাদের কঠোর হাতে দমন করেন। এরপর তিনি জনগণের সমর্থন লাভের জন্য একটি সংবিধান রচনা করেন। এই সংবিধান অনুসারে প্রজাতন্ত্রে একজন রাষ্ট্রপতি থাকবেন এবং আইনসভার নিম্নকক্ষ রাইখস্ট্যাগ-এর সদস্যরা নির্বাচিত হবেন জার্মানির প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে। আর উচ্চকক্ষ রাইখস্ট্যাডেট-এর সদস্য গঠিত হবে জার্মানির বিভিন্ন প্রদেশের, প্রতিনিধিদের নিয়ে। নতুন সংবিধান অনুযায়ী ফ্রেডারিক ইবার্ট হলেন এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। জার্মানিতে এই প্রজাতন্ত্রের স্থায়িত্বকাল বজায় ছিল ১৯৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। নাৎসি বিপ্লবের মাধ্যমে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে।
আশাকরি, নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ থেকে 'ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? ভাইমার প্রজাতন্ত্রের ফলাফল কী ছিল?' সম্পর্কে যে নোট তোমাদের দেওয়া হয়েছে, সেটা তোমাদের কাজে লাগবে।।