নব অর্থনীতি বা NEP ( New Economic Policy ) বলতে কী বোঝায়?
উওরঃ বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছিল। তৎকালীন সময়ে রাশিয়ার রাষ্ট্রনেতা লেনিনের পক্ষে তখন বিপ্লবকে রক্ষা করা এবং অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত করে তোলাটাইবএকটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই সময়ের বহির্দেশীয় এবং অভ্যন্তরীণ সংকটমোচনের পর তিনি যুদ্ধকালীন সমাজতান্ত্রিক ব্যবস্থাকে নমনীয় করেছিলেন। সাম্যবাদী অর্থনৈতির সঙ্গে পুঁজিবাদী অর্থনীতি সংমিশ্রণ ঘটিয়ে রাশিয়াতে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন করেছিলেন, যা রাশিয়ার ইতিহাসে নব অর্থনীতি অথবা নিউ ইকোনমিক পলিসি ( New Economic Policy ) নামে পরিচিত। যাকে সংক্ষেপে NEP বলা হয়।।
নতুন অর্থনৈতিক নীতি বা New Economic Policy -র বিষয়বস্তু-
কৃষিঃ সরকার কৃষকদের কাছ থেকে শস্য আদায় করার পরিবর্তে তাদের উপর নির্দিষ্ট হারে কর ধার্য করে। কর দেওয়ার পর যে শস্য উদ্বৃত্ত থাকত যা কৃষকরা ইচ্ছামতো বিক্রি করার অধিকার লাভ করে। যদিও জমির উপর সরকারের কর্তৃত্ব বজায় রাখা হয়, তবুও মোটামুটিভাবে জমির মালিকানাস্বত্ব কৃষকদেরই থাকে।
শিল্পঃ শিল্পের ক্ষেত্রেও রাষ্ট্রায়ত্তকরণ নীতি কিছুটা শিথিল করা হয়। ছোটো ছোটো শিল্প-সংস্থা, কলকারখানার উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়। তবে ভারী শিল্পগুলির নিয়ন্ত্রণের ভার সরকারের হাতেই রাখা হয়েছিল। শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রয়ত্তকরণ কিছুটা শিথিল হওয়ায় সেই সময় রাশিয়ার শিল্পে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটেছিল। এবং শিল্পের উন্নতির ফলে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থাও অনেকটা মজবুত হতে পেরেছিল।।
ব্যাবসাবাণিজ্যঃ ব্যাবসাবাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়। বিভিন্ন সংস্থার মাধ্যে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করার ব্যবস্থা হয়। অন্তর্দেশীয় বাণিজ্যে ব্যক্তিগত মূলধন নিয়োগ করার অধিকার স্বীকার করে নেওয়া হয়। রাশিয়ার দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নব অর্থনীতি অথবা New Economic Policy ( NEP ) এর ফলাফলঃ
নতুন অর্থনৈতিক নীতির প্রকৃতি যাইহোক, এই অর্থনীতির সুদূরপ্রসারী ফলাফল ছিল অনস্বীকার্য, কারণ -
▪ লেলিনের নব অর্থনীতি অথবা New Economic Policy ( NEP ) রাশিয়ার অর্থনৈতিক সংকট দূর করেছিল এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাশিয়ায় কৃষি, শিল্প ও বাণিজ্যের উন্নতি ঘটেছিল।
▪ এই নীতির ফলশ্রুতিতে রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হওয়ার ফলে রুশ বিপ্লবজনিত পরিবর্তনগুলিও সুদৃঢ় হয়।
▪ বহির্দেশ বিশেষত ইউরোপীয় দেশগুলির সঙ্গে নতুন করে রাশিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছিল।
আশাকরি, নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ থেকে 'নব অর্থনীতি বা NEP ( New Economic Policy ) বলতে কী বোঝায়?' সম্পর্কে যে নোট তোমাদের দেওয়া হয়েছে, সেটা তোমাদের কাজে লাগবে।।