নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপের SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History SAQ Question Answer & Notes in Bengali 2023

0

 

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপের SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History SAQ Question Answer & Notes in Bengali 2023
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ ( WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের 30 টির বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ SAQ Question Answer ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপের SAQ প্রশ্ন উওর || WBBSE Class 9 History SAQ Question Answer & Notes in Bengali 2023

প্রশ্ন : রাশিয়ায় বলশেভিক বিপ্লব কবে হয়েছিল?

উত্তর : রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল ১৯১৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কুলাক কাদের বলা হয়? 

উত্তর : রাশিয়ার এক নতুন ধরনের জোতদারদের বলা হত কুলাক।

প্রশ্ন: রাশিয়ার মার্কসবাদীরা কবে সমাজবাদী দলের (Social Democratic Workers Party) প্রতিষ্ঠা করেছিলেন? 

উত্তর : ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ার মার্কসবাদীরা সমাজবাদী দলের প্রতিষ্ঠা করেন। 

প্রশ্ন: ১৯১৭-র বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন?

উত্তর: ১৯১৭-র বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। 

প্রশ্ন: জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? 

উত্তর : রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস ১৪ মার্চ, ১৯১৭ খ্রিস্টাব্দে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

প্রশ্ন : প্রাভদা কী? 

উত্তর: বলশেভিক দলের মুখপত্রের নাম ছিল প্রাভদা।

প্রশ্ন : এপ্রিল থিসিস'-এর প্রবন্ধা কে?

উত্তর: এপ্রিল থিসিস-এর প্রবস্তা ছিলেন বলশেভিক নেতা লেনিন।

প্রশ্ন : কেরেনস্কি কে ছিলেন।

উত্তর: কেরেনস্কি ছিলেন সমাজবাদী দলের মেনশেভিক গোষ্ঠীর অন্যতম নেতা।

প্রশ্ন :  কে এবং কবে লালফৌজ গঠন করেন?

উত্তর : লিয়ন ট্রটস্কি ১৯১৭ খ্রিস্টাব্দে  লালফৌজ গঠন করেন।

প্রশ্ন: 'নতুন অর্থনৈতিক নীতি' (N.E.P.) কে প্রবর্তন করেন? 

উত্তর : লেনিন

নতুন অর্থনৈতিক নীতি (N.E.P.) প্রবর্তন করেন । 

প্রশ্ন : - “সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র" রূপে রাশিয়া কবে সংগঠিত হয়?

উত্তর : সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র" রূপে রাশিয়া সংগঠিত 

প্রশ্ন : কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়েছিল?

উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়।

প্রশ্ন: সুইজারল্যান্ডে অবস্থানকালে লেনিন যে পত্রিকা প্রকাশ করেন তার নাম কী?

উওর : সুইজারল্যান্ডে অবস্থানকালে লেনিন যে পত্রিকা প্রকাশ করেন তার নাম ছিল ইসক্রা।

প্রশ্ন : কবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল?

উওর : ১৯১৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। 

প্রশ্ন : 'মিত্রশক্তি জোট’-এর অন্তর্গত দেশগুলির নাম লেখো।

উওর : 'মিত্রশক্তি জোট'-এর অন্তর্গত দেশগুলির নাম হল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, জাপান ও মরিকা যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : জার্মানি কবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

উওর : জার্মানি ১ সেপ্টেম্বর, ১৯১৪ খ্রিস্টাব্দে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর কে ছিলেন?

উওর : প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে জার্মান চ্যান্সেলর ছিলেন বেথম্যান হলওয়েগ।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন?

উওর : প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধকালে চোদ্দো দফা শর্ত কে ঘোষণা করেন।

উওর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রথম বিশ্বযুদকালে চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন।

প্রশ্ন : মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কী?

উওর : মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম হল ভাসাই সন্ধি।  প্রশ্ন : জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ কে পেশ করেছিলেন?

উওর : জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ পেশ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।

প্রশ্ন : কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ লুপ্ত হয়েছিল?

উওর : আনুষ্ঠানিকভাবে 1946 খ্রিস্টাব্দে জাতিসংঘ লুপ্ত হয়েছিল। 

প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 

উওর : জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামুন্ড। 

প্রশ্ন : কোন মার্কিন রাষ্ট্রপতি 'দ্য ইঞ্জিনিয়ারিং পলিটিক্স' নামে পরিচিত? 

উওর : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হার্বাট হুভার  'দ্য ইঞ্জিনিয়ারিং পলিটিক্স' নামে পরিচিত। 

প্রশ্ন : ইটালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করেছিলেন?

উওর : বেনিতো মুসোলিনি ফ্যাসিস্ট দল গঠন করেছিলেন। 

প্রশ্ন : কে ফুহেরার নামে পরিচিত ছিলেন?

উওর : হিটলার ফুহেরার নামে পরিচিত ছিলেন।

প্রশ্ন : ঝাটিকা বাহিনী কাকে বলে? 

উওর : নাৎসি দলের প্রধান হিটলাএ নিজস্ব এক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলেন যারা 'ঝাটিকা বাহিনী' নামে পরিচিত ছিল।

প্রশ্ন : হিটলার কবে জার্মানির প্রধানমন্ত্রী হয়েছিলেন? 

উওর ; হিটলার 1933 খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হয়েছিলেন। 

প্রশ্ন : মুসোলিনি কবে ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন?

উওর : মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

প্রশ্ন : নিউ ডিল এর প্রবক্তা কে ছিলেন?

উওর : ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ছিলেন

নিউ ডিলের প্রবক্তা।।

Tags : 

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপের SAQ প্রশ্ন উওর | wbbse class 9 history question answer 2023 | wb class 10 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top