নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
প্রশ্নঃ প্যারি কমিউন বিদ্রোহ কী? প্যারি কমিউন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল
উওরঃ 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্সের হারের পর বা পরাজয়ের পর, ফ্রান্সে ফরাসি সাম্রাজের অবসান ঘটেছিল এবং সেইসঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র। সেই প্রজাতন্ত্র প্রাশিয়ার সঙ্গে অপমানজনক ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরিত করলে, 1870 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্যারিসে ভয়ঙ্কর বিদ্রোহ দেখা দিয়েছিল যা 'প্যারি কমিউনের বিদ্রোহ' নামে পরিচিত।।
ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার সেডানের যুদ্ধ চলাকালীন জার্মানি দীর্ঘদিন ধরে প্যারিস অবরোধ করে রেখেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল সেই সময়কার প্রজাতান্ত্রিক সরকার কর্তৃক জনবিরোধী অর্থনৈতিক নিয়ম-কানুন প্রবর্তন। এর ফলে ফ্রান্সের ভয়ঙ্কর ক্ষুধা ও আর্তি দেখা দিয়েছিল। প্যারি কমিউনের বিদ্রোএ আন্দোলনে পরিণত হয়েছিল। কাল মার্কস এর 'Civil Wae In France' গ্রন্থে প্যারি কমিউন এর বিদ্রোহকে একটি নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছিলেন। কারণ তার মতে, ধনতন্ত্রের উচ্ছেদ ঘটনার জন্য এটিই ছিল প্রথম সুসংগঠিত একটি প্রচেষ্টা। কিন্তু এই বক্তব্য সর্বাংশে সত্য নয়। কারণ বিদ্রোহীদের মধ্যে কেউ ছিলেন নৈরাজ্যবাদী আবার কেউ ছিলেন জ্যাকোবিনপন্থী আর কেউবা ছিলেন মার্কসবাদী। তাই এটি একটি সাম্যবাদী বিদ্রোহ ছিল না বরং তা ছিল প্যারিসিও আন্দোলন। প্যারি কমিউন ছিল বিশ্বের সর্বপ্রথম সাম্যবাদী সরকার, কারণ এই বিদ্রোহ শ্রমিকদের দ্বারা সংঘটিত হয়েছিল এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হলেও পরবর্তীকালের সাম্যবাদী আন্দোলনে প্যারি কমিউন এর অবদান অনস্বীকার্য।।
প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল?
প্যারি কমিউন গঠনের ক্ষেত্রে মূলত একাধিক উদ্দেশ্য ছিল। তার মধ্যে কয়েকটি প্রধান উদ্দেশ্য হল -
প্রথমতঃ প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন নিজেদের মতে করে জনস্বার্থে পরিচালনা করা।
দ্বিতীয়তঃ বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি।
তৃতীয়তঃ প্যারি কমিউনের বিভিন্ন কার্যকলাপ এর মাধ্যমে এর প্রভাব বিস্তার করতে করতে সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউন এর প্রাধান্য প্রতিষ্ঠা করা ।