নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের একটি 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

0

 

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিকের একটি 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সাঁকুলেৎ কারা বা সাঁকুলেৎ কাদের বলা হত? ফরাসি সমাজে সাঁকুলেৎ দের গুরুত্ব আলোচনা করো।


উওরঃ সাঁকুলোৎ বলতে আমরা বুঝি ফরাসি বিপ্লবের যুগের গ্রাম থেকে শহরে আসা অত্যন্ত গরীব,নিরক্ষর, সাধারণ খেটে খাওয়া মানুষ যেমন - শ্রমিক, কারিগর, দিনমজুর,পত্রবাহক, গৃহভৃত্য, কাঠুরে বাগানের মালিক প্রভৃতি শ্রেণীর মানুষজনকে একত্রে সাঁকুলেৎ বা সাঁকুলোৎ বলা হত।।

ফরাসি সমাজের অন্যান্য শ্রেণীর মানুষজনদের সঙ্গে সঙ্গে সাঁকুলোৎ দেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেমন- 

• ফরাসি বিপ্লবের যুগে গ্রাম থেকে আসা খেটে-খাওয়া মানুষদের মধ্যে থাকা কারিগর, শ্রমিক, দিনমজুর, পত্রবাহক, মুটে, গৃহভৃত্য, কাঠুরে, বাগানের মালি প্রভৃতি প্রকৃত ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল।

• সাঁকুলেৎর নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফ্রান্সের বিভিন্ন শহর ও শহরতলিতে বিপ্লব ঘটিয়ে সেখানকার পরিস্থিতির পরিবর্তন ঘটাতো। বলা যায় এই সাঁকুলোৎদের সঙ্গে সহযোগিতা করে জ্যাকোবিনরা সন্ত্রাসের শাসন পরিচালনা করেছিল। এরাই প্রতি-বিপ্লবীদের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেছিল। 

• তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ফরাসিবাসীর একটি অংশ এই সাঁকুলোৎরা সমাজের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তারা দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এবং প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করে নিজেদের যাবতীয় অধিকার বুঝে নিয়ে সেখানে নিজেদের উন্নতি ঘটাতে চেয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top