মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলতে কী বোঝো? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

0

 

মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলতে কী বোঝো? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর 

মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলতে কী বোঝো?

উওরঃ মৌসুমী বায়ু একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ জুন মাসে ভারতে আসে এবং নির্দিষ্ট সময়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রত্যাবর্তন করে। মৌসুমী বায়ু যদি বছরের এই নির্দিষ্ট সময়ের আগে বা পরে ভারতে আসে তবে তার স্বাভাবিকের তুলনায় বেশি বা কম বৃষ্টিপাত ঘটায়| আগে এসে প্রত্যাবর্তন করতে দেরি করলে অতি বৃষ্টির ফলে বন্যা ও পরে এসে তাড়াতাড়ি প্রত্যাবর্তন করলে খরা সৃষ্টি হয়।মৌসুমী বায়ুর এই অস্বাভাবিক আচরণকেই মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বা খামখেয়ালিপনা বলে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top