মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর |
প্রশ্নঃ ভারতে শীতকালে গম চাষ ভালো হয় কেন??
উওরঃ ভারতে শীতকালে গম চাষ ভালো ভালো হওয়ার পেছনে অথবা ভারতের শীতকালে গম চাষ বেশি হওয়ার মূলে মূলত দুটি কারণ রয়েছে। যথা -
প্রথমতঃ গম চাষের প্রাথমিক অবস্থায় গমের বীজের অঙ্কুরোদগমের সময় সাধারণত 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং কম পাকার সময় সাধারণত 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, যা শুধুমাত্র শীতকালেই দেখা যায়।।
দ্বিতীয়তঃ গম চাষের পক্ষে তুষারপাত অত্যন্ত ক্ষতিকারক। শীতকালে ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া অত্যন্ত শীতল দেখা গেলেও তুষারপাত হয় না।। যার জন্য ভারতের অধিকাংশ গম চাষ শীতকালে হয়ে থাকে।।