মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় অথবা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ( WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 in Bengali ) ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'অরণ্য সংরক্ষণের বা বনসংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা' করবো।।
প্রশ্নঃ অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
উওরঃ বিজ্ঞানীদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো দেশে 33.33 শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে ভারতের ক্ষেত্রে সেই বনভূমির পরিমাণ মাত্র 19.45 শতাংশ। তাই ভারতের আমাদের বনভূমি সংরক্ষণের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত।
বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী?
অরণ্য বা বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব শুধুমাত্র একটি নয় বরং অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছ একাধিক। শুধুমাত্র কোনো একটি দেশের নয় বরং এই সমগ্র বিশ্বের জন্যই বনভূমি সংরক্ষণ করা প্রয়োজন। না হলে এই বিশ্ব পরিবেশ ধ্বংস হতে বাধ্য। মূলত যে সমস্ত কারণে আমাদের বনভূমি বা অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন তা হলো -
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণঃ
বর্তমানে বিভিন্ন কারণে আমাদের পরিবেশে নানাভাবে CO2 সহ অন্যান্য নানা ধরনের গ্রীন হাউস গ্যাসের এর পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমরা বিশ্ব উষ্ণায়নের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছি।। এবং এই বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যা থেকে নিজেদের বাঁচাতে আমাদের একান্ত ভাবে অরণ্য সংরক্ষন করা প্রয়োজন। যদি আমরা সচেতনতার সঙ্গে অরণ্য সংরক্ষণ করতে না পারি তাহলে দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের মতো ভয়ানক সমস্যার আরও জটিল হয়ে দাঁড়াবে। এর ফলে পৃথিবীর ধবংস অনিবার্য হয়ে পড়বে। তাই পৃথিবীকে বাঁচাতে আমাদের একান্ত ভাবে অরণ্য সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
জীবজগতের ভারসাম্য রক্ষাঃ
আমাদের পরিবেশে বলতে গেলে প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। সুতরাং দিনের-পর-দিন বনভূমি ধ্বংস হতে থাকে তাহলে আমাদের প্রাণীকুল একদিন ধ্বংস হবেই।। পরিবেশের খাদ্য শৃংখল বিনষ্ট হবে এবং একসময় সমস্ত জীবজগতের ভারসাম্য হারিয়ে যাবে। তাই জীবজগৎ এর ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনভূমি সংরক্ষণ খুবই প্রয়োজন। যদি আমরা অরণ্য সংরক্ষণ না করি তাহলে আমাদের জীবজগতের ভারসাম্য নষ্ট হবে এবং জীবজগতের ভারসাম্য নষ্ট হলে অন্যান্য প্রাণী, উদ্ভিদ, বা জীবজগতের সঙ্গে সঙ্গে মানুষ প্রজাতির ধ্বংসও অনিবার্য হয়ে পড়বে।।
মৃত্তিকা ক্ষয় রোধঃ
কোনো অঞ্চলের মৃত্তিকা ক্ষয় রোধ করার ক্ষেত্রেও বনভূমি সংরক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্ভিদের শিকর মাটিকে শক্ত করে ধরে রাখে যার ফলে খুব সহজেই প্রাকৃত ও মনুষ্যসৃষ্ট কারণে মৃত্তিকা ক্ষয় হতে পারে না বা খুবই কম।। বিভিন্ন অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের ফলে সেখানে বিভিন্ন ধরনের শিল্প,, কৃষি ইত্যাদি কাজকর্ম সঠিকভাবে হতে পারে নাম যার ফলে সেই অঞ্চলে উন্নতি বাধাগ্রস্থ হয়ে পড়ে। তাই মৃত্তিকা ক্ষয় রোধ করতে আমাদের একান্ত ভাবে অরণ্য সংরক্ষণ প্রয়োজন।
মরুভূমির সম্প্রসারণঃ
যদি কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা হয় তাহলে সেই অঞ্চলটি একসময় মরুভূমিতে পরিণত হবে। এবং এরকম ভাবে যদি মরুভূমির প্রসার ঘটতে থাকে, তাহলে সবাইকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি সতর্কভাবে বনসংরক্ষণ করা হয় তাহলে, সেই অঞ্চলটি মরুভূমির সম্প্রসারণ রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।
ভৌম জলের ভাণ্ডারের পূরণ করাঃ
জলের অপর নাম জীবন। জল ছাড়া এই জীবজগৎ কখনোই টিকে থাকতে পারে না। কিন্তু দিনের পর দিন এই ভান্ডার ফুরিয়ে আসছে। তাই তাই আমাদের ভৌম জল সঠিকভাবে ব্যবহার করায় নজর দেওয়া প্রয়োজন। আমরা কোনোভাবে ভৌম জলের ভাণ্ডার পূরণ করতে না পারলেও উদ্ভিদ সেই কাজটি করে থাকে। প্রায় সকল উদ্ভিদের শিকড় মাটির কম বেশি গভীরে যায়। এবং উদ্ভিদের সেই শিকড় চুইয়ে বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করে ভৌমজলের ভান্ডার পূরণ করে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে বনসংরক্ষণ আমাদের শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলোর ক্ষেত্রে আমাদের বনসংরক্ষন বা অরণ্য সংরক্ষণ করা একান্তভাবে প্রয়োজন।
আশাকরি যে, আজকের এই পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় অথবা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ( WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 in Bengali ) ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে যে 'অরণ্য সংরক্ষণের বা বনসংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা' করলাম তা তোমাদের ভালো লাগবে।।