কোষ চক্র কাকে বলে? কোশচক্রের বিভিন্ন দশা গুলি সম্পর্কে আলোচনা করো। || মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর

0


কোষ চক্র কাকে বলে? কোশচক্রের বিভিন্ন দশা গুলি সম্পর্কে আলোচনা করো। || মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর


কোষ চক্র কাকে বলে? কোশচক্রের বিভিন্ন দশা গুলি সম্পর্কে আলোচনা করো। 

উওরঃ কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার  চক্রাকার আবর্তনকে কোশচক্র বলা হয়।

◼ কোষ চক্রের বিভিন্ন দশা :-

• কোষ চক্রের প্রধানত দুটি দশা রয়েছে।

• যথা :- ইন্টারফেজ দশা এবং মাইটোটিক ফেজ।

•  ইন্টারফেজ দশা আবার, G1, S & G2 দশায় ও মাইটোটিক ফেজ ক্যারিওকাইনেসিস ( প্রফেজ,  মেটাফেজ, অ্যানোফেজ  এবং টেলোফেজ )  ও সাইটোকাইনেসিস দশায় বিভক্ত।

◼  নিউক্লিয়াস বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়।

◼  G1 বা  Gap -1 বা প্রাক সংশ্লেষ দশাঃ

• এই দশা পূর্ববর্তী কোষ বিভাজনের শেষে ও S উপদশার শেষে ঘটে।

• এই দশায় ডিএনএ, আরএনএ, উৎসেচক, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড এবং ATP সংশ্লেষ ঘটে।

সংশ্লেষ দশা বা S দশা :

• G1 ও G2 উপদশার মধ্যবর্তী সময়ে ঘটে।

• এই দশায় DNA সংশ্লেষ ঘটে।

• এই দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। যা DNA- এর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে।

G2 বা GAP - 2 বা  সংশ্লেষ পরবর্তী দশা। : -

• এটি S উপদশা এবং মাইটোটিক দশার মধ্যবর্তী সময়ে ঘটে।

• এই দশায় ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর মেরামত হয়, এবং কনডেনসন ঘটে।

• বিভিন্ন প্রকারের আয়নের যেমন মেসেঞ্জার আর.এন.এ,ট্রান্সফর্মার আর.এন.এ, রাইবোজোম আর.এন.এ ইত্যাদি সংশ্লেষ হয় এবং প্রোটিন সংশ্লেষণ ঘটে।

• মাইটোটিক ফেজ -

ক্যারিওকাইনেসিসঃ মাতৃকোষের একটি ক্রোমোজোম দুটি সিস্টার ক্রোমাটিড এ বিভক্ত হয়ে,দুই মেরুতে এসে অবস্থান করে।

ফলে মাতৃকোষে দুই মেরুতে সমসংখ্যক অপত্য ক্রোমোজোম বিশিষ্ঠ দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়।

সাইটোকাইনেসিসঃ অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পর কোশের বিষুব তলে কোশপাত ( উদ্ভিদ কোশ ) বা খাঁজ  ( প্রাণীকোশ ) সৃষ্টির মাধ্যমে মাতৃকোশের সাইটোপ্লাজম বিভক্ত হয়। এবং দুটি অপত্য কোশ সৃষ্টি হয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top