মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়- জীবনের প্রবাহমানতার প্রশ্ন উত্তর

0

 

মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়- জীবনের প্রবাহমানতার প্রশ্ন উত্তর
জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর

সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ কোশের এবং প্রাণী কোশের ক্ষেত্রে কিভাবে সাইটোকাইনেসিস ঘটে তা বর্ণনা করো।

উওরঃ যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজন এর পর মাতৃকোশের সাইটোপ্লাজম বিভাজিত হয়ে থেকে অপত্য কোশ সৃষ্টি হয়, তাকে সাইটোকাইনেসিস বলা হয়।

উদ্ভিদ কোশের ক্ষেত্রে সাইটোকাইনেসিসঃ

নিউক্লিয়াস বিভাজন টেলাফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলের মাঝবরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ তন্তু  গুচ্ছাকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট  গঠন করে, যা গলগি ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে সেলপ্লেট বা কোশপাত গঠন করে। সেল পেটের দুই পাশে অন্যান্য বস্তু জমা হয় ভৌত রাসায়নিক পরিবর্তনের দ্বারা কোশ প্রাচীর গঠন করে। ফলস্বরূপ সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটি অপত্য কোশ গঠন করে।

প্রাণী কোশর ক্ষেত্রে সাইটোকাইনেসিসঃ

• প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোশের মাঝ বরাবর থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাজ সৃষ্টি হয়। বিপরীত দিকের কোশপর্দার ভাজ ক্রমশ  ভেতরের দিকে ক্রমশ বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোশের সাইটোপ্লাজম কে সমান দু'ভাগে ভাগ করে, এবং অপত্য দুটি কোষ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top