জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উত্তর |
প্রশ্নঃ টেস্ট ক্রস কাকে বলে?
উত্তরঃ কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জনিতৃ জীবের সঙ্গে সংকর প্রথম অপত্য জনুর ( F1 ) জীবের ক্রস করানো হয় বা সংকরায়ন ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস বলে। যেমন সংকর লম্বা ( Tt ) মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খাঁটি বেটে ( tt ) মটর গাছের সংকরায়ন।।
প্রশ্নঃ ব্যাক ক্রস কাকে বলে?
উওরঃ প্রথম অপত্য জনুর ( F1 ) উৎপন্ন জীবের সঙ্গে জনিতৃ জনুর যে কোনো জীবের সঙ্গে সংকরায়ন ঘটনাকে ব্যাক ক্রস বলে। যেমন- সংকর লম্বা মটর গাছের সঙ্গে খাঁটি লম্বা বা খাটি বেটে মটর গাছের সঙ্গে সংকরায়ন ঘটানো।।
প্রশ্নঃ 'সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন' ব্যাখ্যা করো।
উত্তরঃ কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জনিতৃ জীবের সঙ্গে সংকর প্রথম অপত্য জনুর ( F1 ) জীবের ক্রস করানো হয় বা সংকরায়ন ঘটানো হয়, তখন তাকে টেস্ট ক্রস বলে। কিন্তু F1 জনুর অপত্যের সাথে যে কোন জনিতৃ জীবের সংকরায়ন ঘটানোকে বলে ব্যাক ক্রস।।
যেমন-
• টেস্ট ক্রস = Tt × tt
• ব্যাক ক্রস = Tt × tt, TT × TT
• ( এখানে Tt × tt একটি টেস্ট ক্রস )
সুতরাং, যখন টেস্ট ক্রস ঘটানো হয়, তখন আমরা টেস্ট ক্রসের মধ্যে ব্যাক ক্রস ঘটতে দেখি। কিন্তু কোনো ব্যাক ক্রসের ক্ষেত্রেই আমরা টেস্ট ক্রস ঘটতে দেখি না।।
তাই বলা যায় যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস। কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।