অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ কাকে বলে? || প্রাচীন ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার বিবাহ রীতি সম্পর্কে আলোচনা
অনুলোম বিবাহঃ যখন উচ্চবর্ণের ব্রাহ্মণ পাত্রের সঙ্গে যখন নিম্নবর্ণের কোনো কন্যার বিবাহ হতো তখন,তাকে অনুলোম বিবাহ বলা হতো।
প্রতিলোম বিবাহঃ অপরদিকে যখন উচ্চবর্ণ বা কোনো উচ্চ সম্প্রদায়ের কন্যার সঙ্গে কোনো নিচুবর্ণ বা কোনো নিম্ন সম্প্রদায়ের পাত্রের বিবাহ হতো, তখন তাকে প্রতিলোম বিবাহ বলা হতো।।
এছাড়াও, প্রাচীন ভারতে যে আট প্রকার বিবাহরীতি প্রচলিত ছিল, সেই সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করো।👇
প্রাচীন ভারতের মূলত যে আট প্রকার বিবাহ রীতি প্রচলিত ছিল, তা হলো -
দৈব বিবাহ, ব্রাহ্মণ বিবাহ, আর্য বিবাহ, অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, প্রাজপত্য বিবাহ, গান্ধর্ব বিবাহ এবং পৈশাচ বিবাহ। এই সকল প্রকার বিবাহ রীতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে, নিচের লিঙ্কে ক্লিক করো👇👇
কৌটিল্যেরে অর্থ শাস্ত্রে বর্ণিত বা প্রাচীন ভারতে প্রচলিত আট প্রকার বিবাহ রীতি সম্পর্কে বিস্তারে আলোচনা